TMC vs Cong- অধীর ঘনিষ্ট কংগ্রেস নেতার উপর প্রাণঘাতী হামলা বহরমপুরে, কাঠগড়ায় তৃণমূল

Published : Nov 19, 2021, 09:53 PM ISTUpdated : Nov 19, 2021, 11:59 PM IST
TMC vs Cong- অধীর ঘনিষ্ট কংগ্রেস নেতার উপর প্রাণঘাতী হামলা বহরমপুরে, কাঠগড়ায় তৃণমূল

সংক্ষিপ্ত

পুরভোটের মুখে অধীর চৌধুরীর ডান হাত কংগ্রেসের এসসি-এসটি মোর্চার জেলা সভাপতির ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের প্রাণঘাতী এলোপাথাড়ি হামলা! পুরভোটের আগেই নতুন 'খেলা' র আশঙ্কা জেলাজুড়ে

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ডানহাত বলে পরিচিত তথা কংগ্রেস এসসি,এসটি মোর্চার জেলা সভাপতি(Congress SC-ST Morcha District President) হিরু হালদারের উপর প্রাণঘাতী আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর চাউর হতেই শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অধীর গড় মুর্শিদাবাদের(Murshidabad) বহরমপুরে(Bahrampur)।

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Issue : 'হুমায়ুন কবীরের এই বার্তা যথেষ্ট ভয়ানক, আর সরকার দেখছে!' সতর্ক করলেন শুভেন্দু
Babri Masjid Murshidabad : বাবরি মসজিদের জন্য কোথা থেকে আসছে এত টাকা? কী বললেন অধীর চৌধুরী?