
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ডানহাত বলে পরিচিত তথা কংগ্রেস এসসি,এসটি মোর্চার জেলা সভাপতি(Congress SC-ST Morcha District President) হিরু হালদারের উপর প্রাণঘাতী আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর চাউর হতেই শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অধীর গড় মুর্শিদাবাদের(Murshidabad) বহরমপুরে(Bahrampur)।