KMC Election 2021: ছাপিয়ে গেল বিধানসভার রায়, ৭ কেন্দ্রেই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থীরা

এদিকে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূলের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র ব্যবধান ছিল ৩৫,৩৯০ ভোটের। পুরভোটের বিধানসভাভিত্তিক ফলে সেই ব্যবধান বেড়ে হয়েছে ১,১২,৩৯৩। অন্যদিকে খানিক একই চিত্র দেখা গিয়েছে শ্যামপুকুর বিধানসভায়

মঙ্গলবারই তীব্র ঘাসফুল ঝড় দেখেছে গোটা তিলোত্তমাবাসী। এমনকী ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ডই বর্তমানে চলে গিয়েছে শাসকদলের দখলে। গত বিধানসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভা এলাকায় ১১ শতাংশ ভোট বেড়েছে তৃণমূলের(Trinamool Congress)। আর তাতেই নতুন করে হিন্দোল দেখা গিয়েছে কলকাতার রাজনৈতিক ময়দানে। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের ৭ জন প্রার্থী ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। এমনকী ৬২ হাজারের বেশি ভোটের রেকর্ড ব্যবধানে জমিতেছেন ৬৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। এদিকে বিধানসভা ভোটের(Assembly Election) থেকেও পুরভোটে বহু অংশে ভোট বেড়েছে তৃণমূলের(TMC)।

এদিকে কলকাতা পুরসভা এলাকার মধ্যে প়ডছে মোট ১৭টি বিধানসভা কেন্দ্র। ১৭টি কেন্দ্রেই বড় ব্যবধানে জিতেছিলেন তৃণমূল প্রার্থীরা(Trinamool candidates)। এবার পুরভোটের(KMC election) বিধানসভাভিত্তিক ফলেও তার ব্যতিক্রম হয়নি। ৭টি বিধানসভা ভোটে আগের থেকে বেড়েছে লক্ষাধিক ভোটের ব্যবধান। ১৭টি এলাকাই দখলে রেখেছে শাসক দল। তা নিয়েই পড়ে গিয়েছে সাড়া। যদিও এর মধ্যে একমাত্র মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় রয়েছে মহেশতলা পুরসভার(Maheshtala Municipality) কয়েকটি ওয়ার্ড। সেখানেও রয়েছে তৃণমূলের দাপট। এদিকে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূলের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র ব্যবধান ছিল ৩৫,৩৯০ ভোটের। পুরভোটের বিধানসভাভিত্তিক ফলে সেই ব্যবধান বেড়ে হয়েছে ১,১২,৩৯৩। অন্যদিকে খানিক একই চিত্র দেখা গিয়েছে শ্যামপুকুর বিধানসভায়

Latest Videos

আরও পড়ুন-মমতা ঝড়ে ম্লান সূর্য-সুকান্ত, ঘাসফুলমুখী শহরে কোন কোন ওয়ার্ডে শেষ হাসি বিরোধীদের

শ্যামপুকুর বিধানসভায় শশী পাঁজা ২২,৫২০ ভোটে হারিয়েছিলেন বিজেপি-র সন্দীপন বিশ্বাসকে। কলকাতা পুরভোটের ফল বেরোতে দেখা যাচ্ছে। সেই ব্যবধান বেড়ে হয়েছে ৬৯,০১৭। অন্যদিকে ৬২ হাজারের বেশি ব্যবধানে জমিতেছেন ৬৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। সহজ কথায় এমন নজিরবিহীন পুরভোট এর আগে কখনও দেখেনি কলকাতা। আর তাতেই সাড়া বড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে মানিকতলা কেন্দ্রে তৃণমূলের সাধন পান্ডে ২০,২৩৮ ভোটে হারিয়েছিলেন বিজেপি-র কল্যাণ চৌবেকে। কিন্তু পুরভোটেই সেই ব্যবধান বেড়ে পাহাড় প্রমাণ হয়ে গিয়েছে। পুরভোটের ফলের নিরিখে বর্তমানে এই কেন্দ্রে তৃণমূল ৮০ হাজারেরও বেশি ভোট পেয়ে ব্যবধান হয়েছে ১,১৩,৫৭২। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের পুরভোটে কার্যত ঘাসফুল ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। কংগ্রেস ও বামেরা পেয়েছে দুটি করে আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury