এবার জনসংযোগ বাড়াতে 'দিদিকে বলো' চিরুনি তৃণমূলের

Published : Nov 26, 2019, 09:45 PM IST
এবার জনসংযোগ বাড়াতে 'দিদিকে বলো' চিরুনি তৃণমূলের

সংক্ষিপ্ত

দিদিকে বলো কর্মসূচিতে অভিনব পন্থা নিল  তৃণমূল কংগ্রেস  মহিলাদের কাছে পৌঁছতে  দিদিকে বলো লেখা চিরুনি বিলি  ফোন নম্বর দিয়ে এই চিরুনি বিলি করা হয়েছে  পশ্চিম মেদিনীপুরে  

দিদিকে বলো কর্মসূচিতে অভিনব পন্থা নিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস ৷ গ্রামের বিভিন্ন পরিবারের মহিলাদের কাছে পৌঁছতে  দিদিকে বলো লেখা চিরুনি বিলি করা হল মঙ্গলবার ৷ তাতে ফোন নম্বর দিয়ে এই চিরুনি বিলি করা হয়েছে ৷

মূলত মহিলাদের জন্য ব্যবহার করা যাবে এমন চিরুনি বিলি করা হয়েছে কেশপুরের ২ নং অঞ্চলের তোড়িয়া গ্রামে ৷ এদিন দুপুরে গ্রামের লোকজনদের নিয়ে প্রথমে একটি সভা করা হয় ৷ পরে গ্রামের সাধারণ মানুষের হাতে এই চিরুনি বিলি করেন তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সহ বিভিন্ন নেতা কর্মীরা ৷ 

কয়েকদিন আগেও একই ভাবে দিদিকে বলো লেখা টর্চ লাইট বিলি করা হয়েছিল গ্রামবাসীদের মধ্যে ৷ এবার চিরুণী দিয়ে অভিনব নজর কাড়ার চেষ্টা ৷   সঞ্জয় পান বলেন- গ্রামবাসীদের কার্ড দিলে তা পরে হারিয়ে বা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাছাড়া তা  নেওয়ার খুব একটা অগ্রহ মানুষের থাকেনা ৷ কিন্তু এই সব নিত্য ব্যবহার্য জিনিস দিলে তা ব্যাবহারের জন্য অনেকেই নিতে আসে , তা যত্ন করে রাখবে ৷ ব্যবহার করতে গেলেই দিদি-র কথা মনে রাখবে ৷

PREV
click me!

Recommended Stories

আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News