যুবতীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের নেতাকে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগণার রানাঘাটে। জানা গিয়েছে, ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনার বাগদা থানার রানাঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহর প্রথা গ্রামের বছর ১৯-এর দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ওই যুবতীই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রানাঘাট অঞ্চল তৃণমূলের সভাপতি শুভেন্দু মন্ডলের নামে।
কী গল্প কলকাতাকে শোনাল রোবট কন্যা সোফিয়া, দেখুন সেরা ১২ ছবি
অভিযোগ, যুবতীকে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে ওই যুব তৃণমূল নেতা। তার স্ত্রী এই যুবতীকে গতকাল মারধর করে বলেও অভিযোগ। অভিযোগ পেয়ে যুব তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডলকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। যুব তৃণমূল নেতা গ্রেফতার হতেই বাগদা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
তাপস সহ তিন মৃত্যুর জন্য দায়ী কেন্দ্র, বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী
রানাঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম মন্ডল দাবি করেন, শুভেন্দু মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের অনুগামী। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই যুবতীকে ফোন করেছিলেন গোপা রায়। এমনকী শুভেন্দুকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তদবির করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
মার্চেই হয়তো দোতালা বাস ফিরবে কলকাতায়, এবার খোলা ছাদে শহর দেখবে যাত্রীরা
যদি অঞ্চল তৃণমূল সভাপতি সমস্ত অভিযোগ সমাজে ভুল বার্তা পৌঁছে দেবে বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। এ বিষয়ে বাগদা পূর্ব চক্র তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা বলেন, গতকাল যুবতী আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। আইন আইনের পথে চলবে।