চেন্নাইয়ের হাসপাতালে আচমকা হার্ট অ্যাটাক, চলে গেলেন মুকুল রায়ের স্ত্রী

  • মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় প্রয়াত 
  • চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ
  • কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু
  • মঙ্গলবার সকালে চলে গেলেন কৃষ্ণা রায়

চলে গেলেন তৃণমূল নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার ভোর ৪.৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চেন্নাইয়ের একটি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান কৃষ্ণা রায়। বুধবার দেহ নিয়ে আসা হবে কলকাতায়। কিছুদিন আগেই তার ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় চেন্নাই চিকিৎসার কারণে। ইতিমধ্যেই শুভ্রাংশু রায় রয়েছেন চেন্নাইতে।এর পর সমবেদনা জানাতে একে একে মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে হাজির হচ্ছেন বিভিন্ন নেতা ও মন্ত্রীরা।প্রথমে আসেন বিধাননগরের পৌর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, তারপর আসেন দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোস ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন মুকুল রায়ের সহধর্মিনীর  মৃত্যু সংবাদে ও  আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী সহযোদ্ধা মুকুল রায় তাঁর সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত ,মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে পাঠিয়েছেন তার পাশে থাকার জন্য, অভিষেক নিজে ফোন করেছে, বিধানসভা আছে তবু একবার যাও, বহুদিন ধরে তিনি ভুগছিলেন 56 দিন পর আজ পরলোকগমন করেছেন ,আমরা পাশে আছি তৃণমূলের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি পরিবার এবং পাশে থাকবো ,এখন স্মৃতিচারণা করবার মতো মানসিক অবস্থায় নেই অনেকদিন কথা হয়েছে একসঙ্গে খেয়েছি বিজপুর এর বাড়িতে গেছিলাম একসঙ্গে কথা হতো আমি চাকরি সূত্রে কল্যাণীতে যেতাম মুকুলের সঙ্গে কথা হত, পারিবারিক অভিজ্ঞতা বলতে গেলে শোকাহত হব  আজকে না হয় নাইবা বললাম।

Latest Videos

সুজিত বোস বলেন দেখুন মুকুল রায় এর সহধর্মিনী মারা গেছে আমাদের সকল নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে পার্থ দা এসেছিলেন,আমি আছি কৃষ্ণা দি আছে মুকুলদা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, মুকুল দা দীর্ঘদিন আমাদের সাথে আছেন ,দীর্ঘদিন তৃণমূল পরিবারের সাথে আছেন, খুবই দুঃখের ঘটনা আমরা এসেছি আরেকটা কথা আমাদের পার্টি নেতৃত্ব তিনি ছিলেন আমাদের সাথে এখনো আছেন  এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর