'ইসলামপুর পুর নির্বাচনে তৃণমূল নেতাই সন্ত্রাস চালাবে', অভিযোগ দলেরই বিধায়কের

পুরভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরভায় ভোট রয়েছে। ইসলামপুর পুরসভাতেও সেই দিনও ভোট হবে। এই পুরভোটে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনকে বসিয়ে দেওয়ার জন্য এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন ইসলামপুরের বিধায়ক তথা বর্ষিয়ান তৃণমূল নেতা আবদুল করিম চৌধুরী।

'ইসলামপুর পুর নির্বাচনে (Islampur Municipality) তৃণমূল নেতাই (TMC Leader) সন্ত্রাস চালাবে'। এমনই অভিযোগ তুললেন খোদ বিধায়ক তথা বর্ষিয়ান তৃণমূল নেতা আবদুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। যদিও তাঁর এই অভিযোগ খারিজ করে দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পুরভোটের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল অগরওয়াল (Kanailal Agarwal)। তাঁর দাবি, 'শুধুমাত্র ইসলামপুর পুরভোটই নয়, জেলার কোনও পুরভোটেই কোনও সন্ত্রাস হবে না। বিগত নির্বাচনগুলিতেও ইসলামপুরে কোনও দিন সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়নি। এবারও হবে না।' পাশাপাশি বিধায়ক সাংবাদিক বৈঠক করে এই মন্তব্য করে একেবারেই ঠিক করেননি বলে জানিয়েছেন কানাইয়ালাল অগরওয়াল। 

পুরভোটের (WB Municipal Election 2022) দামামা বেজে গিয়েছে রাজ্যে। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরভায় ভোট রয়েছে। ইসলামপুর পুরসভাতেও সেই দিনও ভোট হবে। এই পুরভোটে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনকে বসিয়ে দেওয়ার জন্য এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন ইসলামপুরের বিধায়ক তথা বর্ষিয়ান তৃণমূল নেতা আবদুল করিম চৌধুরী। তাঁর অভিযোগ, "এই জাকির হোসেন ও তাঁর অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে এবং যেখানে সেখানে গন্ডগোল বাধায়। এই পুরসভার ভোটের প্রচারে যদি জাকির হোসেন ও তাঁর অনুগামীরা পাড়ায় পাড়ায় যায় তাহলে গন্ডগোলের সম্ভাবনা থাকবে। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হবে।" 

Latest Videos

আরও পড়ুন- রাতের অন্ধকারে পোড়ানো হল বিজেপির পোস্টার-ব্যানার, উত্তেজনা পুরুলিয়ায়

আরও পড়ুন-Babul Supriyo: ১৪ বছর পর 'চারু' দেবচন্দ্রিমার সঙ্গে প্রেম করবেন 'বাবুল সুপ্রিয়', কার নির্দেশ জানেন

প্রবীণ বিধায়কের এই অভিযোগ খারিজ করে দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল অগরওয়াল। তিনি জানিয়েছেন, "বিগত দিনের কোনও নির্বাচনেই কোনওরকম সন্ত্রাস হয়নি এবং আগামী নির্বাচনেও হবে না। এটা আমি দায়িত্বের সঙ্গে দাবি করছি।" তিনি আরও বলেন, "ইসলামপুর তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন নিজেও প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে দলের কারও কোনও অভিযোগ নেই। আবদুল করিম চৌধুরীর মতো একজন বিচক্ষণ রাজনীতবিদের এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয়। এটা বিধায়কের ব্যক্তিগত বক্তব্য, এ নিয়ে দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।"

আরও পড়ুন-Babul Supriyo: সিদ্ধান্ত বদল বাবুলের, ১৪ বছর পর ধামাকাদার কামব্যাক থেকে হঠাৎই কেন সরে দাঁড়ালেন

এদিকে গতকালই রাজ্যের চার পুরনিগমের ফলপ্রকাশ হয়েছে। সেখানে চারটি পুরনিগমেই চারে চার তৃণমূল। এর জন্য তৃণমূলের সন্ত্রাসকে দায়ি করেছে বিজেপি। বিজেপির তরফে কটাক্ষ করা হয়েছে মমতাকে। বলা হয়েছে, 'সন্ত্রাসবাদীদের ধন্যবাদ জানান।' এছাড়া পুরনিগম নির্বাচনে ভোট লুঠের দাবি জানিয়ে বিভিন্ন জেলায় অবস্থান বিক্ষোভ করে বিজেপি। তাদের দাবি ১২ ফেব্রুয়ারি রাজ্যের চারটি পুরনিগমের নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে। আর তারপরই খোদ দলের নেতার বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়ক। যা নিয়ে দলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি