কালিয়াগঞ্জে জয় পেল তৃণমূল, ২৩০৪ ভোটে জয়ী প্রার্থী

Published : Nov 28, 2019, 11:50 AM ISTUpdated : Nov 28, 2019, 02:22 PM IST
কালিয়াগঞ্জে জয় পেল তৃণমূল, ২৩০৪ ভোটে জয়ী প্রার্থী

সংক্ষিপ্ত

কালিয়াগঞ্জে জয় পেল তৃণমূল ২৩০৪ ভোটে জয়ী প্রার্থী আশা থাকলেও জয় পেল না বিজেপি অহংকারের ফল বললেন মমতা

কালিয়াগঞ্জে জয় পেল তৃণমূল, ২৩০৪ ভোটে জয়ী প্রার্থী । সকাল থেকে  টানটান  উত্তেজনার শেষে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব  সিংহ ২৩০৪ ভোটে জয় পেলেন। ১০ রাউন্ডের এই গণনায় প্রথম ৩ রাউন্ড  বিজেপি  এগিয়ে  থাকলেও তার পরের রাউন্ডগুলিতে পালা করে একবার বিজেপি  ও তৃণমূল এগিয়েছে। শেষ ৩ রাউন্ডে অল্প লিড নিয়ে  তৃণমূল প্রার্থী  জিতেছে। গণনা শেষ হওয়ার আগেই বিজেপি  ও জোট প্রার্থী গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যায়।গত লোকসভা নির্বাচনে  কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপি  প্রায় ৫৭ হাজার ভোটে লিড পেয়েছিলো। সেই লিড ছাপিয়ে  তৃণমূল জিতে প্রথম বার এই বিধানসভার দখল নিল।এই জয়ের পিছনে টিম পি কে'র স্ট্র‍্যাটেজিকে অন্যতম কারণ বলে তৃণমূল প্রার্থী মনে করছে।

PREV
click me!

Recommended Stories

SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট
Suvendu Adhikari: ‘মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়ে উল্টো খেলা হয়ে গেল!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু