'বিজেপি করার অপরাধে বাড়িতে আগুন', পাল্টা নেতার ভাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের

 

  বিজেপির যুব মোর্চার সভাপতির বাড়িতে বিজেপি করার অপরাধে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল পঞ্চায়েত সদসার ছেলের বিরুদ্ধে। এদিকে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের।

মালদহ-তনুজ জৈনঃ- বিজেপির যুব মোর্চার সভাপতির বাড়িতে বিজেপি (BJP) করার অপরাধে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে আগুন (Fire Incident) লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল পঞ্চায়েত সদসার ছেলের বিরুদ্ধে। পাশাপাশি এই কাজে এলাকায় কিছু তৃণমূল কর্মী সমর্থকরা ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ। হামলা চালানোর পাশাপাশি বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মারধর করা হয় বিজেপি যুব মোর্চা সভাপতি সহ বাড়ির সদস্যদের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে।এদিকে পাল্টা শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতার ভাইয়ের বিরুদ্ধে। শুরু তৃণমূল-বিজেপির (TMC-BJP) তরজা।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোজ দাস হরিশ্চন্দ্রপুর মন্ডল ১ এর বিজেপির যুব মোর্চার সভাপতি। গত কাল গভীর রাতে হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা শুখো দাসের ছেলে পুজন দাস এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি মনোজ দাসের বাড়িতে হামলা চালায়। টালির চালের বাড়ি ভেঙ্গে দেওয়ার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়া হয় বাড়িতে। বাধা দিতে গেলে বিজেপি নেতা সহ তার বাড়ির লোককে ব্যাপক মারধর করে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে পুজন দাস ও তার দলবল। যদিও ওই বিজেপি নেতা মোর্চা সভাপতি মনোজ দাসের ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় এক গৃহবধূকে শ্রীলতাহানি অভিযোগ এনেছেন অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যার ছেলে পুজন দাস।

Latest Videos

আরও পড়ুন, Post Poll Violence: 'ভোট পরবর্তী হিংসায় আদালতের বিচারে ভয় পেয়েছে তৃণমূল', তোপ প্রিয়াঙ্কার

তিনি জানান, 'ওই নেতা এলাকারই এক তরুণীর শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। আমরা এর প্রতিবাদ করতে গেদেলে উল্টে আমাদের উপর চড়াও হয় ওই বিজেপি নেতা। আমাদের দুই কর্মীর গাড়ি ভাঙচুর চালায়। এখন নিজেরাই নিজের বাড়িতে আগুন লাগিয়ে আমাদের নামে দোষারোপ করার চেষ্টা করছে।' সমস্ত ঘটনা পুলিশ তদন্ত করে দেখবে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। প্রশ্ন উঠেছে যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হল উল্টে তাদেরই বাড়ির লোকদের পুলিশ গ্রেফতার করল। ঘটনার জেরে পুলিশে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার বিজেপি নেতৃত্ব।

বিজেপি নেতৃত্বদের দাবি, 'পুলিশ তৃণমূলের দল দাস হয়ে কাজ করছে। কটাক্ষের সুর চড়িয়েছে বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ আগারওয়ালা জানান তৃণমূল পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই এখন আমাদের কর্মীদের উপর বিনা কারণে হামলা চালাচ্ছে। আমাদের কর্মীর বাড়িঘর ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। মিথ্যা শ্লীলতাহানির মামলায় জড়িয়ে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক।' অন্যদিকে তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু জানান,' বিজেপির ওই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তাই এলাকার বাসিন্দারা উনার বাড়ি আক্রমণ করেছিল। এর মধ্যে তৃণমূলের কোন যোগ নেই। ওরা ভিত্তিহীন অভিযোগ তুলছে। তবে গ্রামবাসী ওই নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে এটা ঠিক হয়নি। পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে। গোটা ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা।'

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury