প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছিলেন বহু মানুষকে, তবু মুখ্যমন্ত্রীর সভায় 'ব্রাত্য' ওঁরা!

বাঁচিয়েছিলেন বেশ কিছু মানুষের প্রাণও। উত্তরবঙ্গ সফরে গিয়ে এবার উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত মানুষদের সাহসিকতার জন্য পুরস্কৃত করল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর এই সভায় ডাক পেলেন না দু'জন উদ্ধারকারী। 

Web Desk - ANB | Published : Oct 18, 2022 6:30 PM IST

বিজয়া দশমীর দিনে আচমকাই হরপা বান জলপাইগুড়ির মাল নদীতে। ভয়ঙ্কর জলস্রোতে ভেসে গিয়েছিল একাধিক মানুষ। নিজেদের জীবনের পরোয়া না করেই ঝাঁচিয়ে ভয়াবহ স্রোতের মধ্যে ঝাপিয়ে পড়েছিলেন বেশ কিছু স্থানীয় মানুষ। বাঁচিয়েছিলেন বেশ কিছু মানুষের প্রাণও। উত্তরবঙ্গ সফরে গিয়ে এবার উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত মানুষদের সাহসিকতার জন্য পুরস্কৃত করল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর এই সভায় ডাক পেলেন না দু'জন উদ্ধারকারী। 

মঙ্গলবার এমনই অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ক্ষোভ উগড়ে দিলেন ওই দুই যুবক। মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ না মেলার যদিও মালবাজার পুরসভা ও প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন তাঁরা। 

Latest Videos

 মঙ্গলবারই মাল আদর্শ বিদ্যাভবনে মাল নদীতে হরপাবানে উদ্ধারকার্যে যুক্ত যুবকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এইদিনই সাহসিকতার জন্য মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার স্বরূপ ১ লাখ টাকার চেক ও সরকারি শংসাপত্র গ্রহণ করেন মাল নদীতে হরপা বানের সময় উদ্ধারকার্যে সামিল মহম্মদ মানিক। পাশাপাশি প্রত্যেককে যোগ্যতা অনুযায়ী  গ্রুপ-সি অথবা কনস্টেবলের চাকরির প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
এই দিন দশমীর দিন মাল নদীর ভয়াবহ বানের হাত থেকে দুর্গতদের প্রাণ বাঁচিয়েছিলেন যারা তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জিজ্ঞেস করেন, "সরকারের কাছ থেকে তোমরা কি কিছু আশা করছ?" প্রশ্নের উত্তরে কাজ একটা কাজের সংস্থান চান তাঁদের মধ্যে অনেকেই। এরপরই যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে চাকরি দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 

উদ্ধারকার্যের নায়ক মানিক জানিয়েছেন, "নদীতে ঝাঁপ দেওয়ার সময় ভাবিনি যে আমি মুখ্যমন্ত্রী পর্যন্তও পৌঁছে যাব। ওই ভয়ঙ্কর স্রোত থেকে  ৯ থেকে ১০ জনের জীবন বাঁচাতে পেরেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে কখনও ভাবিনি।" পাশাপাশি চাকরি নেওয়ার কথা এখনও ভাবেনি বলেই জানিয়েছেন মানিক। সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ও চেয়ে নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মানিক জানিয়েছে, "আমি ভেবে দেখছি, কোনও চাকরি করব কি না। করলে কোনটা করব!"
অন্যদিকে এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পাননি উদ্ধারকারী দুই যুবক, এমনই অভিযোগ তুললে তাঁরা। পরে অবশ্য ওই দুই উদ্ধারকারীর নথি দেখে ঢুকতে দেওয়া হয় তাঁদের।

আরও পড়ুন - 

এবার ইডির জালে মানিক ভট্টাচার্য, রাতভর জেরার পর গ্রেফতার প্রাথমিকের প্রাক্তন সভাপতি

বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী কে? উত্তর না মেলায় দুই গোষ্ঠীকেই অন্তবর্তী চিহ্ন আর নাম কমিশনের

জঙ্গিদের গুলিতে গুরুতর আহত 'জুম', জানুন ভারতীয় সেনা বাহিনীর সারমের লড়াইয়ের কথা

Share this article
click me!

Latest Videos

'তিন পাপী এক জেলে! একবার RG Kar কাণ্ডের রিপোর্টটা সামনে আসুক, তারপর...' | Suvendu Adhikari
'মহিলারা বাড়িতে একা থাকলে TMC'র লোকেরা আসলে দরজা খুলবেন না' কেন? Suvendu Adhikari নিজেই জানালেন
এখন ঝলমলে আকাশ, কিন্তু মহালয়ার দিন থেকে শুরু হবে তাণ্ডব! বড় আপডেট | West Bengal Weather Update
নিম্নমানের বাঁধ মেরামতে নিম্নমানের সামগ্রী! Achintyanagar-এর বাসিন্দাদের অভিযোগ সেচ দপ্তরের বিরুদ্ধে
নন্দীগ্রামে সমবায় সমিতি নির্বাচনে শূন্য তৃণমূল, ৯ টি আসনের ৯ টিই বিজেপির দখলে | BJP News