চোর বিশুর তাণ্ডব পাণিহাটিতে, তোলার টাকা না দেওয়ায় ব্যাপক বোমাবাজি রাতের অন্ধকারে

উত্তর ২৪ পরগনার পাণিহাটিতে বোমাবাজি। তোলাবাজির টাকা না দেওয়ায় প্ল্যাস্টিক কারখানার মালিককে হুমকি। গোটা বিষয়টি জানাত পরই তৃণমূল কাউন্সিলরের তৎপরতায় পুলিশ আসে ঘটনাস্থালে। পুলিসকে লক্ষ্য করে বোমা ছুড়তে ছুঁড়তে পালিয়ে যায় দুষ্কৃতী। অভিযুক্তদের গ্রেফতারে  তল্লাশি শুরু করেছে পুলিশ। 
 

রাতদুপুরে তোলার টাকা না পেয়ে ব্যাপক বোমাবাজি উত্তর ২৪ পরগনার পাণিহাটিতে। দুষ্কৃতীদের তাণ্ডবে আহত হয়েছে এক পুলিশ আধিকারিকসহ দুই জন। এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তায় বাড়ানো হয়েছে পাণিহাটি ও সংলগ্ন এলাকায়। 


শনিবার ঘটনার সূত্রপাত পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অ্যাঙ্গেলস নগরে চেনামুখ ক্লাবের কাছে। স্থানীয় এক ব্যবসায়ী রন্টা মাইতির প্লাস্টিক কারখানা রয়েছে। সেখানেই হানা দেয় দুষ্কৃতীরা। একটি চারচাকা গাড়ি করে তোলা চাইতে আসে বিশু কর্মকার ওরফে চোর বিশু নামে এক কুখ্যাত দুষ্কৃতী। যে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল । তার সাথে ছিল তারই সাগরেদ পাপাই নামের আর এক দুষ্কৃতী। সেই যে গাড়িটি চালাচ্ছিল । ওই ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করলে  তাকে হুমকি দেয় বিশু। পাল্টা গোটা বিষয়টি ব্যবসায়ী রন্টা পানিহাটি পৌরসভার কাউন্সিলর জয়ন্ত দাস (গোবিন্দ) কে ফোন করে বিষয়টি জানায়। তৃণমূল  কাউন্সিলরকে বিষয়টি জানানোর পর তিনি খড়দহ থানার পুলিসকে খবর দেন । 

Latest Videos

খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় । পুলিশ সেই দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে তারা চম্পট দেয়, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আহত হয় খড়দহ থানার পিসি পার্টির এস আই প্রণব দেবনাথ । তাকে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । এছাড়া দুষ্কৃতীদের গাড়ির আঘাতে আরো দুজন এলাকাবাসীও আহত হয় ।  দুষ্কৃতীরা চম্পট দেওয়ার সময় ওই এলাকায় অর্থাৎ পানিহাটি অ্যাঙ্গেলস নগর ডা: লাল মোহন ব্যানার্জির রোডের ওপর ও  যুগবানি ক্লাব লক্ষ আরো দুটি বোমা মারে । সেইখানে একটি বোমা ফেটেছে অপর বোমাটি ফটেনি, পুলিশ বোমাটি উদ্ধার করে নিয়ে গেছে।
 
সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় পানিহাটি ধানকল মোড়ে বি.টি. রোডের ওপর পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরোপিতা জয়ন্ত দাসের (গোবিন্দ) তৃণমূল কংগ্রেসের পাটি অফিস মাতঙ্গিনী ভবন লক্ষ্য করে পাঁচটি বোমা মারে দুষ্কৃতীরা । চারটি বোমা ফেটেছে ও একটি ফটেনি । ঘটনাস্থল থেকে একটি কৌটো বোম উদ্ধার করেছে খড়দহ থানার পুলিশ । বোমার আঘাতে ঘটনাস্থলে থাকা একজন যুবক আহত হয়েছেন । মোট ৭ টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে পানিহাটি এলাকার মানুষের মধ্যে । এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় প্রশাসন যথেষ্টই উদ্বিগ্ন । পুলিশকে ও তৃণমূল কার্যালয়ে লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় স্থানীয় কাউন্সিলর ও পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন? পুলিস ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য খড়দহ থানার পুলিশ ব্যাবসায়ী রন্টা মাইতি ও পন্টাই নামে এক দুস্কৃতিকে  আটক করেছে । পুলিশ সূত্রের খবর এই পন্টাই দুষ্কৃতী চোরবিশুর সাকরেদ হিসেবেই পরিচিত । পুলিশ আটক করার সময় অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকার স্থানীয় ক্ষিপ্ত জনতা, মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী বিশু কর্মকার ওরফে চোর বিশু ও যে গাড়ি চালাচ্ছিল পাপাই য়ের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ ।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam