Ajay Bhalla's Meet- কতটা ক্ষমতা বাড়ছে বিএসএফ-র, কী বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা। সীমান্তবর্তী জেলা গুলির মধ্যে দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, নদিয়া, মালদা ও মুর্শিদাবাদের জেলা শাসকরা ছিলেন এদিনের বৈঠকে।

বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব (Union Home Secretary) অজয় কুমার ভাল্লা (Ajay Bhalla)। নিউটাউনের হিডকো ভবনে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি বিএসএফের সঙ্গে। সীমান্তবর্তী জেলা গুলির মধ্যে দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, নদিয়া, মালদা ও মুর্শিদাবাদের জেলা শাসকরা ছিলেন এদিনের বৈঠকে।

বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) বা বিএসএফের (BSF) সীমানা বৃদ্ধি নিয়ে এমনিতেই পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের সঙ্গে দীর্ঘদিন থেকেই সংঘাত চলছে দিল্লির। আর সেই বিবাদ মেটাতেই এদিন রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা(Ajay Bhalla)। নিউটাউনের(newtown) হিডকো ভবনে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি(DG) বিএসএফের সঙ্গে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে রাজ্যের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

Latest Videos

আরও পড়ুন - গরুপাচারের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, সিতাই কাণ্ডে বিস্ফোরক দাবি মৃতের স্ত্রীর

সীমান্তবর্তী জেলা গুলির মধ্যে দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, নদিয়া, মালদা ও মুর্শিদাবাদের জেলা শাসকরা ছিলেন এদিনের বৈঠকে। বিএসএফের পরিধি বাড়ানোর যে নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে সেই বিষয়েও এদিন বিস্তর আলোচনা হয় বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিএসএফের কাজের পরিসর বৃদ্ধিতে সরাসরি আপত্তি ছিল রাজ্য সরকারের। তবে নতুন নির্দেশিকায় সীমান্তের ৫০ কিমি পর্যন্ত এলাকায় তল্লাশি, গ্রেফতারের অধিকার দেওয়া হয়েছে বিএসএফকে। আর এখানেই প্রশ্ন তুলেছিল রাজ্যে।

আরও পড়ুন - বন্ধু যখন বাইক, মাত্র ১৯ বছরেই সিকিম যাত্রা করে সাড়া ফেলেছে ৩ যুবক

আরও সহজ ভাবে বললে, সম্প্রতি জারি করা ওই নির্দেশিকায় বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan) সীমান্ত ঘেঁষা তিন রাজ্যে বিএসএফ-র (BSF) ক্ষমতা ও কাজের ব্যাপ্তি বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতেই বলা হয়েছে এথন থেকে বাংলা-সহ তিন রাজ্যে ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে তারা তল্লাশি, গ্রেফতার ও পণ্য বাজেয়াপ্ত করতে পারবে। এমনকী অসম, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে(Punjab) রাজ্য পুলিশের মতো তল্লাশি ও গ্রেফতারির অধিকারও দেওয়া হয়েছে বিএসএফকে। আর এখানেই রাজ্যের স্বাধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। তবে বিএসএফ-র সীমানা বৃদ্ধি নিয়ে এদিন সেই অর্থে কোনও আলোচনা হয়নি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন - বাড়ছে আতঙ্ক, বনকর্মীদের নজর এড়িয়ে ফের আউশগ্রামে হানা দিল দাঁতালের দল

সূত্রের খবর, এদিন টানা আড়াই ঘন্টা রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সেখানেই সমস্যা সমাধানের জোরদার চেষ্টা করা হয় দু-পক্ষের তরফেই। বর্ডার ফেন্সিং, ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং বর্ডার আউটপোস্ট বসানো নিয়েও বিস্তর আলোচনা চলে। পাশাপাশি রাজ্যে এখন থেকে কতটা বাড়তি এলাকা কাঁটাতারের দিয়ে ঘিরতে হবে সেই তালিকাও দ্রুত তৈরি করতে নির্দেশ দিয়েছেন এই কেন্দ্রীয় শীর্ষ কর্তা। সূত্রের খবর, এদিনের আলোচনার মূল বিষয়ই ছিল সীমান্ত এলাকায় জমি চিহ্নিত করা। এমনকী এই কাজ করতে একাধিক এলাকার ভুল নাম নিয়ে জটিলতা বাড়ে। এই বিষয়টিও দ্রুত সমাধানের জন্য কড়া নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর