'টায়ারের কনসেপ্টটা আগে কখনও শুনিনি', করোনা ইস্য়ুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বাবুলের

  • পুজোর মুখে রাজ্যে ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ
  • লরির চাকা থেকেও ছড়াতে পারে সংক্রমণ? 
  • মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-এর
  • টুইট করলেন আসানসোলের বিজেপি সাংসদ

'গত আট মাসে করোনা নিয়ে অনেক নতুন নতুন তথ্য জেনেছি আমরা। কিন্তু এই 'গাড়ির টায়ারের কনসেপ্ট'টি কখনও শুনিনি।' টুইট করে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। টুইটে তিনি আরও লিখেছেন,'কোনও সহৃদয় চিকিৎসক দয়া করে এই ব্যাপারে একটু 'আলোকপাত' করতে পারবেন।'

আরও পড়ুন: করোনা মোকাবিলায় দুর্গোৎসব বন্ধের আর্জি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Latest Videos

পুজোর পর বিপদ আরও বাড়বে না তো? এ রাজ্য়ে কিন্তু করোনা আক্রান্তের গ্রাফ ফের উর্ধ্বমুখী। দিন কয়েক আগে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে মাস্ক পরার বার্তা দিয়ে তিনি বলেন, 'ঝাড়গ্রামে চেন্নাই, মুম্বই থেকে লরি আসে। তাই অক্টোবর মাসটা সাবধানে থাকতে হবে ঝাড়গ্রামকে। বাজারের থলে থেকে যদি করোনা ছড়াতে পারে, তবে লরির চাকা থেকেই বা ভাইরাস ছড়াতে পারবে না কেন?' মাস্ক ব্যবহারের বিষয়ে মানবিকভাবে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশ দেন পুলিশকে। এমনকী, যাঁদের মাস্ক কেনার সামর্থ্য নেই, তাঁদের মাস্ক বিলির করার জন্য় প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, 'ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক পরতেই হবে।'

আরও পড়ুন: ১৫ বছর পর আধুনিকতায় মুড়ে কলকাতায় ফিরল দোতলা বাস, এবার পুজোয় চড়বেন নাকি

করোনা থেকে বাঁচতে মাস্ক পরতে হবে, এ নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু লরির চাকা থেকেও সংক্রমণ ছড়াতে পারে? প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। টুইটে তাঁর কটাক্ষ, 'মাননীয় মুখ্যমন্ত্রী যখন এটা বলেছেন তখন নিশ্চয়ই এর একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকবে। কোনও সহৃদয় চিকিৎসক দয়া করে এই ব্যাপারে একটু 'আলোকপাত' করতে পারবেন।'

 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts