মুজরা নাচে উড়ছে মুঠো মুঠো টাকা, তৃণমূল নেতার ভিডিও ভাইরাল

Published : Feb 25, 2022, 01:38 PM IST
মুজরা নাচে উড়ছে মুঠো মুঠো টাকা, তৃণমূল নেতার ভিডিও ভাইরাল

সংক্ষিপ্ত

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে লাল-লেহেঙ্গায় সেজে থাকা সুন্দরী মহিলা, দেবদাসের হিন্দি গানের ওপর নাচ করছেন। তাকে সঙ্গত দিচ্ছেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত ওরফে বাবলু। 

মুজরা নাচের সঙ্গে তৃণমূল নেতার টাকা উড়ানো ভিডিও ভাইরাল হতে শোরগোল পরেছে বীরভূমে। যদি ওই তৃণমূল নেতা বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। এই রীতি তাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে রয়েছে বলে দাবি করেন তিনি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে লাল-লেহেঙ্গায় সেজে থাকা সুন্দরী মহিলা, দেবদাসের হিন্দি গানের ওপর নাচ করছেন। তাকে সঙ্গত দিচ্ছেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত ওরফে বাবলু। 

অবশ্য সঙ্গত দিচ্ছেন বলা ভুল হবে। মুজরা গানে রীতিমত টাকা ছড়াচ্ছেন প্রদীপ ভকত। স্বল্প পোশাক পরিহিত ওই মহিলা সেই টাকা কুড়িয়ে নিচ্ছেন। তবে ওই ভাইরাল হওয়া ভিডিও কবেকার ও কোথাকার তা জানা যায়নি। যদিও তৃণমূল নেতা নিজেকে ওই ভিডিওর সঙ্গে সরাসরি জড়াতে চাননি। ফোনে তিনি জানান, সাড়ে তিন মাস আগে তার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে নাচ গানের জন্য অর্কেস্ট্রা ভাড়া করা হয়েছিল। সেখানেই নাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। 

প্রদীপ ভকত আরও বলেন তাঁদের সমাজে বিয়ের অনুষ্ঠানে এমন রেওয়াজ রয়েছে। কিছু দিন আগে বীরভূমে মুরারই রাজগ্রামে একটি ঝমেলা হওয়ায়, রাজগ্রামে কিছু লোক অপবাদ করার জন্য এটা ভাইরাল করেছে। সেই ঘটনার জের টেনে রাজগ্রামের কিছু মানুষ তাঁকে বদনাম করতেই এই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট করে দিয়েছে। 

প্রদীপ ভকতের এমন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তবে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তৃণমূল কংগ্রেস। তবে, বিরোধী রাজনৈতিক দলগুলি অপসংস্কৃতির অভিযোগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে। 

"

PREV
click me!

Recommended Stories

Today live News: ট্রাম্পের গাজা শান্তি বোর্ড - কোন দেশ গ্রহণ করল, প্রত্যাখ্যানের তালিকায় কারা?
Weather Update: বেলা বাড়লেই লাফিয়ে চড়ছে পারদ, ঠান্ডা আর কদিন বাংলায়? রইল লেটেস্ট আপডেট