অসুস্থকে নিয়ে হাসপাতালে রিকশা চালক, মুখ ফেরালেন ওয়ার্ড মাস্টার

  • হুগলির চন্দননগরের ঘটনা
  • অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে রিকশা চালক
  • হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার ওয়ার্ড মাস্টারের
  • পরে ভর্তি করা হলেও মৃত্যু বদ্ধের


রিকশা চালক চেষ্টা করেছিলেন। কিন্তু যাঁর তৎপর হওয়া দরকার ছিল, সেই তিনিই চরম উদাসীনতা দেখালেন। ফলে ফের একবার সরকারি হাসপাতালে এসে চিকিৎসা না পাওয়া অভিযোগ উঠল হুগলির চন্দননগরে। 

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে চন্দননগর তেমাথার কাছে একটি স্কুলের সামনে এক বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্যামল দাস নামে এক রিকশা চালক। স্থানীয়দের সাহায্যে শ্যামলবাবু ওই বৃদ্ধকে উদ্ধার করে রিকশাতে করেই চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। 

Latest Videos

অভিযোগ, স্থানীয় বাসিন্দারা ওয়ার্ড মাস্টারকে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু শুরু থেকেই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমন কী, রোগী ভর্তি করা তাঁর কাজ নয় বলেও তিনি মন্তব্য করেন বলে অভিযোগ। এর প্রতিবাদ করেন স্থানীয়রা। যার জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। 

পুলিশের হস্তক্ষেপে পরে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা জানিয়ে দেন যে আগেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ততক্ষণে বৃদ্ধের পরিবারের সদস্যরাও হাসপাতালে চলে এসেছেন। জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম পাঁচু চক্রবর্তী (৭৬)। তিনি চন্দননগরের দিনেমার ডাঙা এলাকায় তাঁর বাড়ি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাটখোলা এলাকায় একটি বহুতলে নাইট গার্ড- এর কাজ করতেন তিনি। স্থানীয়দের অনুমান, কাজ থেকে ফেরার পথেই অসুস্থ হয়ে রাস্তার উপরে পড়ে যান ওই বৃদ্ধ। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের ভূমিকায় বৃদ্ধের পরিবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
 

Share this article
click me!

Latest Videos

ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur