স্থানীয়দের তাড়া খেয়ে পালানোর সময় সোনামুখীতে গুলি দুষ্কৃতীদের, বোমাবাজির অভিযোগ বিষ্ণুপুরে

সোনামুখী পৌরসভার (Sonamukhi Municipality) ১১ নম্বর ওয়ার্ডের তেমাথা কালীতলা এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বহিরাগতদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সকালে ভোট (West Bengal Municipal Election 2022) শুরু হওয়ার পর থেকেই বাঁকুড়ার (Bankura) দুটি পুরসভায় (Municipality) একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে। কোথাও বোমাবাজির (Bombing) অভিযোগ, তো কোথাও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বহিরাগতদের বিরুদ্ধে। এমনকী, বিষ্ণুপুর পুরসভায় (Bishnupur Municipality) অশান্তি সৃষ্টির অভিযোগে ৪ জনকে গ্রেফতারও (Arrest) করা হয়েছে। পুরভোটকে কেন্দ্র করে বাঁকুড়ায় একাধিক অশান্তির ছবি ধরা পড়েছে। 

সোনামুখী পৌরসভার (Sonamukhi Municipality) ১১ নম্বর ওয়ার্ডের তেমাথা কালীতলা এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বহিরাগতদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে ১১ নম্বর ওয়ার্ডে অশান্তি পাকানোর চেষ্টা করে। একটি মারুতি ওমনি গাড়িতে করে বেশ কিছু বহিরাগত তেমাথা কালীতলা এলাকায় আসে। তাদের আটকে দেন স্থানীয়রা। বাধা পেয়ে তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। এরপরেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা। আর গাড়ি ছেড়ে পালানোর সময় তারা কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপরেই উত্তেজিত জনতা ওই গাড়িতে ভাঙচুর চালায়। দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তি জখম হয়েছেন। বিশ্বজিৎ গুই নামে ওই যুবককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Latest Videos

পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার (Bishnupur Municipality) ৬ নম্বর ওয়ার্ডের ১০০ নম্বর বুথের কিছুটা দূরে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আজ দুপুরে আচমকাই ওই এলাকায় বোমা ফাটার শব্দ পান স্থানীয় বাসিন্দারা। এরপরই ওই ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্থানীয় তৃণমূল কর্মীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, বোমাবাজির ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষ্ণুপুর ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভোট পাবে না বুঝতে পেরেই আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোট বানচালের চেষ্টা করছে বিজেপি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

এছাড়া বিষ্ণুপুর পুরসভার ৬ নম্বর, ১৪ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড থেকে মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ওয়ার্ডগুলিতে ভোটের সময় চারজন অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতেই তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন