শাসক দলের পোষ্টার ছেড়ার অভিযোগে চাঞ্চল্য ঝালদা পৌরসভার ২ নং ওয়ার্ডে। অভিযোগের তীর বিরোধীদের দিকে।
শাসক দলের (TMC) পোষ্টার ছেড়ার অভিযোগে চাঞ্চল্য ঝালদা পৌরসভার (Jhalda Municipality) ২ নং ওয়ার্ডে। অভিযোগের তীর বিরোধীদের দিকে। উল্লেখ্য, সামনেই ১০৮ পুরভোট। এদিকে তার আগেই একাধিক জায়গায় পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ এসেছে। তবে শুধু এই পুরভোটের আগেই নয়, কলকাতা পুরভোট এবং চার পুরনিগমের ভোটের আগেও তীব্র উত্তেজনা দেখা গিয়েছিল। তবে এবারও সেই অশান্তি থেকে বাদ গেল না ঝালদা।
বিষয়টি নিয়ে ঝালদা পৌরসভার ২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক কাঁন্দু জানান, 'আজ ১৮ ফেব্রুয়ারী সকালে স্থানীয় সমর্থকরা জানান, ২ নাম্বার ওয়ার্ডে হাই স্কুল রাস্তার পাশে লাগানো তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেড়া রয়েছে। সেই খবর পেয়ে এসে দেখি আমার নামের নির্বাচনী প্রচারের পোষ্টার কে বা কারা রাতের অন্ধকারে ছিড়ে দিয়েছে। কিন্তু পাশেই রয়েছে বিজেপি ও আজসু পার্টির ব্যানার তাদের কিছু হলো না অথচ আমার ব্যানার ছেড়া হয়েছে। এতেই প্রমাণ, বিরোধীরা হারবে বুঝে এই সব নোংরা রাজনীতি করছে। এর তীব্র নিন্দা করছি।' অপরদিকে, একই ভাবে ঘটনার নিন্দা করে সমর্থক বিশ্বনাথ কাঁন্দু ۔ বাঘমবর সুত্রধর ও স্থানীয় সামির ধীবর বলেন, 'এই ভাবে ঝালদায় কোনোদিন হিংসার রাজনীতি হয়নি। তাই এর তীব্র নিন্দা করছি।' বিষয়টি নিয়ে দুই নাম্বার ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তপন কাঁন্দু, 'ঘটনার কথা ভিত্তিহীন', বলে জানান। কংগ্রেস এক আদর্শবাদী দল এই কাজ তারাই করে কংগ্রেসকে বদনাম করার চক্রান্ত। এলাকার মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে এর জবাব দেবে।
আরও পড়ুন, স্বামী টিকিট পেলেও পাননি স্ত্রী, পুরভোটে প্রার্থী পদ না পাওয়ায় বিবাহ বিচ্ছেদ দমদমে
প্রসঙ্গত, তবে গত কয়েকদিন আগেই ঝালদা পৌরসভায় বিজেপির পোস্টার ব্যানার ( BJP) পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।তৃণমূল কংগ্রেসের ঝালদা শহর সভাপতি দেবাশিস সেন বলেন, ঝালদায় বিজেপির ঘাঁটি শক্ত নয়। এসব সাজানো ঘটনা তৃণমূলের ওপরে চাপিয়ে নজর কাড়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। এবার ১২তে ১২ই দখল করবে তৃণমূল কংগ্রেস। ঝালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী বিজয় ভকত অভিযোগ করেন, বিজেপির ব্যানার পোস্টার লাগানো হয়েছিল সোমবার। তা পুড়িয়ে ফেলা হয়েছে। ঝালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঝালদায় রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা নেই। শাসক দল এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। তারা ঝালদাতে বিরোধীশূণ্য করতে চাইছে বলে অভিযোগ করেন ওই বিজেপি প্রার্থী।