'শান্তিপূর্ণ ভোট করতে ব্যর্থ কমিশন', সোমবার ফল প্রকাশের দিনেই প্রতিবাদ মিছিলের ডাক বিজেপির

রাজ্যে চার পুরভোটের নামে প্রহসন চলেছে বলে অভিযোগ বিজেপির। আর সেই কারণেই সোমবার দুপুরে  পুরভোটের ফল প্রকাশের দিন রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। 

Web Desk - ANB | Published : Feb 13, 2022 8:17 AM IST / Updated: Feb 13 2022, 01:53 PM IST

 পুরভোটের (WB Municipal Elections 2022 ) ফল প্রকাশের দিন রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিজেপি। মূলত রাজ্যে চার পুরভোটের নামে প্রহসন চলেছে বলে অভিযোগ বিজেপির (BJP) । আর সেই কারণেই সোমবার দুপুরে  পুরভোটের ফল প্রকাশের দিন রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। এরই সঙ্গে চলবে প্রত্যেক রাজ্যের জেলা শাসকের দফতরের সামনে চলবে বিক্ষোভ সমাবেশ। যদিও 'রাজ্যের চার পুরনিগমের ভোটে কোনও হিংসা- রক্তপাতের ঘটনা ঘটেনি', জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (WB State Election Commission) ।

উল্লেখ্য, শনিবার ভোট শুরুর পর রাজ্যের চার কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অভিযোগ আসতে শুরু করে বিধাননগর ও আসানসোল থেকে। একের পর এক ভুয়ো ভঙোটারের অভিযোগ আসে বিধাননগরে। রিগিয়ের অভিযোগ পেয়ে মাথা ঠান্ডা রাখতে না পেরে সল্টলেকের বুথের ভিতরেই এখে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপি এবং তৃণমূল প্রার্থী। সিসিটিভি বন্ধ করে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে।  বিধাননগরের ৩৩ নং ওয়ার্ডে প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট পড়েছে বলে অভিযোগ বামেদের। তবে শুধু দ্বিজেন মুখোপাধ্যায়ই নন, আরও এক প্রয়াত ব্যক্তির নামে ভোট পড়েছে বলে অভিযোগ জানিয়েছে বিধাননগর ৩৩ নং ওয়ার্ডের বাম প্রার্থী বাসব বসাক।  শনিবার সাতসকালে ভোটের লাইনে যেসকল সন্দেহভাজন ব্যক্তিদের দেখেছিলেন বিধাননগরের ৩১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিষ জানা, তাঁরাই এই ঘটনা ঘটিয়েছে কিনা, সেটা যদিও এখনও প্রকাশ্যে আসেনি।

Latest Videos

আরও পড়ুন, বিধাননগরে প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে পড়ল ভোট, অভিযোগ বামেদের

শনিবার সাতসকালে নির্বাচনী বিধি ভেঙে আসানসোলে পুরভোট চলাকালীনই তৃণমূল প্রার্থীর স্টিকার লাগািয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়ায়  পুলিশের গাড়ি। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। আসানসোলের চেলিডাঙ্গায়  ৫১ নং ওয়ার্ডে একটি পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানো থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ।  অগ্নিমিত্রা পাল এদিন বলেছেন, 'প্রায় প্রতিটা ওয়ার্ডের প্রতিটা বুথে ওরা রিগিং চালাচ্ছে। শালি খুলে দিয়েছে, মারধর করেছে। রক্ত বের হয়েছে।প্রার্থীদের বাড়ি ঘেরাও করা হয়েছে। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।' তবে শনিবারের পুরভোটেও একুশের বিধানসভার শীতলকুচি কাণ্ডের রেশ বয়ে যায়। শনিবারের সারা দিনের সব ঘটনা পেরিয়ে শিরোনামে আসে আসানসোল। দুপুরে আসানসোলের বুথ দখলের জন্য গুলি চালানোরও অভিযোগও ওঠে। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন, পুরভোটের লাইনে প্রার্থীর চোখ পড়তেই পালাল 'ভুয়ো ভোটার', ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিধাননগরে

চন্দননগরে ৩২ নং ওয়ার্ডের বিটি কলেজে, ভোটারদের প্রভাবিত করেছে তৃণমূল। এমনই অভিযোগ তুলেছে বিজেপি এবং সিপিএম পার্থীরা। পাশাপাশি চন্দননগরের ওয়ার্ড নং ৫  বুথ নং ৪৭, ৪৮ গঙ্গা মাতা স্কুল তৃণমূল জমায়েত করেছে এবং ভোটারকে প্রভাবিত করছে বলেও অভিযোগ উঠেছে। চন্দননগরের কাটাপুকুর এলাকার চার নং ওয়ার্ডের নেতাজি বিদ্যাপিঠ স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী ইন্দ্রানী মিত্র। এদিকে এই ঘটনার পর রাজ্যে ফের পুনর্নির্বাচনের দাবি জানায় বাম-বিজেপি। তবে পুরভোট নিয়ে স্কুটিনির পর রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, 'রাজ্যের চার পুরনিগমের ( WB Municipal Elections 2022 ) ভোট কোনও হিংসা ঘটনা ঘটেনি। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি সব জায়গাতেই শান্তিতে পুরভোট হয়েছে। কোনও রক্তপাত বা হিংসার ঘটনা ঘটেনি।তাই নির্দিষ্ট সময় মেনেই সোমবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে।'

আরও পড়ুন, 'পুলিশ তৃণমূল ক্যাডারের মতো কাজ করছে, এসব তো হওয়ারই ছিল', পুরভোটে বিস্ফোরক দিলীপ ঘোষ

যদিও পুরভোটের একের পর এক ঘটনায় ক্ষোভের আগুনে ফুঁসছে বিজেপির শীর্ষ নের্তৃত্ব। বিজেপি নেতাদের অভিযোগ, পুরভোটে যে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছিল, তা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'তিন পুরনিগমের নির্বাচনে ভোটের নামে কার্যত প্রহসন চলছে।' দিলীপ ঘোষ বলেছেন, শনিবার সকাল থেকেই দেখেছি ভুয়ো ভোটার ধরা পড়ছে। আমাদের প্রতিনিধি, সংবাদ মাধ্যম তাড়া করে জাল ভোটার ধরেছে। পুলিশের দেখা নেই। এই জন্যই বলছিলাম, রাজ্য পুলিশ থাকলে ভোট হবে না। পুলিশ তৃণমূল ক্যাডারের মতো কাজ করছে। এই ভোট মোটেই শান্তিপূর্ণ হচ্ছে না। আমাদের কর্মীদের ভয় দেখানো, আটকানো সবই চলছে।' তাই অভিযোগের পর থেমে থাকবে না বলেই সোমবার  পুরভোটের ফল প্রকাশের দিন রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিজেপি।

Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today