পদ্ম সমর্থকদের তাড়া করল তৃণমূল কর্মীরা, বিজেপি-তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা বনগাঁয়

বুধবার উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা । বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে মহাকুমা দপ্তরের বাইরে এসে জয় শ্রীরাম স্লোগান দিতেই পাল্টা স্লোগান শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 
 

গোটা রাজ্যজুড়েই বেজেছে বিধানসভা ভোটের দামাম। এদিকে তার আগে মনোনয়োন জমাকে কেন্দ্র করেই বুধবার দিনভর উত্তপ্ত হয়ে রইল বাংলা। কোথাও বিজেপি-তৃণমূল সংঘর্ষের খবর মিলল, তো কোথাও আবার সংঘর্ষ ঠেকাতে লাঠিচার্জে বাধ্য হল পুলিশ। বুধবার উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল (Submission of nomination papers for the 24th Pargana Bangaon Municipal Election) করতে এসেছিলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা । বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে মহাকুমা দপ্তরের বাইরে এসে জয় শ্রীরাম স্লোগান দিতেই পাল্টা স্লোগান শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 


দুই পক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে মহাকুমা দপ্তর সংলগ্ন এলাকা। বিজেপি প্রার্থীদের মহাকুমা দপ্তরের সামনে থেকে বাইরে বের করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। বিজেপি প্রার্থীদের স্লোগান দিতে দিতে তাড়া করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন এমনটাই অভিযোগ করেন বনগাঁর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি বলেন "আমাদের মহিলা প্রার্থীদের সঙ্গে তৃণমূল অসভ্য আচরণ করেছে। বনগাঁর সাধারন মানুষ এর প্রতিবাদ ভোটবক্স এ দেবে।" তিনি আরও বলেন, "ওরা আমাদের স্লোগান দিতে দেয়নি। পুলিশ আমাদের তাড়িয়ে দেওয়ার জন্যই ব্যবস্থা করেছে। পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। আজ মনোনয়োন পেশের পর মমতা বন্দোপাধ্যায়ের গুন্ডা বাহিনী যে ভাবে আমাদের তাড় করেছে তার তীব্র ধিক্কার জানাই।"

Latest Videos

আরও পড়ুন-ভোটমুখী উত্তরপ্রদেশে দুর্নীতি ঠেকাতে তৎপর প্রশাসন, সরকারি কর্মকর্তাদের 'বাড়তি' আয়ে বিশেষ নজর


আরও পড়ুন- বস্তাবন্দি অবস্থায় উদ্ধার নাবালিকার অর্ধনগ্ন দেহ, শিলিগুড়িতে ধর্ষণ করে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য

যদিও বিজেপির দাবিকে আমল দিতে চাননি বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলো রানী সরকার। এই প্রসঙ্গে  তিনি বলেন, "বিজেপি প্রথম স্লোগান দিয়েছে আমাদের ছেলেরা তো বসে থাকবে না । ওদের প্রার্থী দেওয়ার লোক নেই বলেই একই পরিবারের দুই জন তিনজন করে প্রার্থী হয়েছেন। । আপনারা এদিন দেখতেই পেয়েছেন ওদের সঙ্গে আট থেকে দশ জন লোক ছিল। তারা তৃণমূলের ছেলেদের দেখেই স্লোগান শুরু করেছে।  তাই কেউ যদি প্রথম অপমানজনক ভাবে স্লোগান দিতে থাকে তখন তো কেউ বসে থাকবে না। আর খারাপ আচরণ কাকে বলে তা বিজেপি-র কাছে শিখব না। কে কতটা খারাপ ভালো আচরণ করে আমরা জানি। এখন ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই ভীষণ ভাবে ভয় পাচ্ছে। আমরা আগামীতে ২২-০ করে বনগাঁ পুরসভায় দেখিয়ে দেব। "

আরও পড়ুন-বাংলার মতো উত্তরপ্রদেশেও হারবে বিজেপি, অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগী ব্রিগেডকে আক্রমণ মমতার

আরও পড়ুন- উত্তরপ্রদেশেও 'খেলা হবে', বল হাতেই বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মমতার

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও