১০৮ পুরসভার ভোটগ্রহণ ও গণনা কবে, কোথায় হচ্ছে নির্বাচন, জানুন পুরভোটের সাতকাহন

Published : Feb 24, 2022, 02:11 PM ISTUpdated : Feb 24, 2022, 02:15 PM IST
১০৮ পুরসভার ভোটগ্রহণ ও গণনা কবে, কোথায় হচ্ছে নির্বাচন, জানুন পুরভোটের সাতকাহন

সংক্ষিপ্ত

রাজ্যে দেখতে দেখতে দোরগোড়ায় পুরভোট, ১০৮ পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি রবিবার।  চলুন জেনে নেওয়া যাক ২৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভোট হতে চলেছে, চলুন একটু জেনে নেওয়া যাক।    

রাজ্যে দেখতে দেখতে দোরগোড়ায় পুরভোট (WB Municipal Elections 2022)। ১০৮ পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি রবিবার। শুরু হবে সকাল সাতটা থেকে। ২ মার্চ পুরভোটের গণনা হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission) । চলুন জেনে নেওয়া যাক ২৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভোট হতে চলেছে, চলুন একটু জেনে নেওয়া যাক।  

উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় পুরসভা একটাই। তা হল দার্জিলিং পুরসভা। কোচবিহারের ৬ টি পুরসভার মধ্য়ে রয়েছে কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি। আলিপুরদুয়ার জেলায় রয়েছে আলিপুরদুয়ার এবং ফালাকাটায় রয়েছে দুটি পুরসভা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় রয়েছে মাল, জলপাইগুড়ি, ময়নাগুড়ি পুরসভায় ভোট। উত্তর দিনাজপুর জেলার ৩ পুরসভায় নির্বাচন হবে। কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা এই তিনটি কেন্দ্রে পুরভোট হবে। দক্ষিণ দিনাজপুরের মধ্য়ে দুটি পুরভোট কেন্দ্র হল বালুরঘাট এবং গঙ্গারামপুরে। মালদহ জেলায় রয়েছে পুরোনো মালদহ এবং ইংরেজবাজারে ভোট।

আরও পড়ুন, কোথায় দাঁড়িয়ে মমতার সঙ্গে পিকে-র সম্পর্ক, এবার মুখ খুললেন প্রশান্ত কিশোর

মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ৭ পুরসভাগুলি হল, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, বহরমপুর। এদিকে নদিয়া জেলার ১০ পুরসভায় হচ্ছে নির্বাচন। পুরসভা গুলি হল নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যানী, গয়েশপুর, নোটিকাফায়েড এরিয়া, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর। অপরদিকে, উত্তর ২৪ পরগণায় ২৫ পুরসভায় ভোট হচ্ছে। সেগুলি হল কাঁচড়াপাড়া,হালি শহর , নৈহাটি, ভাটপাড়া, গাড়লিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, বরানগর, উত্তর দমদম,বনগাঁ, গোবরডাঙা ,বারাসাত, বসিরহাট, বাদুরিয়া, টাকি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম ( ২৯ নং ওয়ার্ডে ভোট হচ্ছে না), দমদম, অশোকনগর-কল্যাণগড় , পাণিহাটি, হাবড়া।

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণায় ৬ পুরসভা হল-বজবজ, বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, মহেশতলা-ডায়মন্ডহারবারে ভোট হবে। হাওড়া জেলার শুধুমাত্র উলুবেড়িয়া পুরসভায় ভোট হবে। হুগলি জেলায় ১২ টি পুরসভা যথাক্রমে হুগলি-চুচূড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনিতে ভোট হবে। পুর্ব মেদিনীপুর জেলার ৭ টি পুরসভা চন্দ্রকোনা, রামজীবনপুর, খীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুরে নির্বাচন হবে। ঝাড়গ্রামের একটি অর্থাৎ ঝাড়গ্রাম পুরসভায় ভোট হবে। পুরুলিয়ার তিনটি পুরসভা যথাক্রমে পুরুলিয়া, ঝালদা রঘুনাথপুরে নির্বাচন হবে। বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখীতে ভোট অনুষ্ঠিত হবে রবিবার। পূর্ব বর্ধমানে কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারি, গুসকারা, বর্ধমানে ২৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এবং বীরভূম জেলায় সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন, 'রাস্তা আটকে আন্দোলন বরদাস্ত করবো না', আনিস খুনের কাণ্ডে কড়া বার্তা মমতার

উল্লেখ্য, এদিকে রাজ্যের পুরভোট হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক জায়গা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বসিরহাট মহাকুমার টাকি পৌরসভায় ছয়জন প্রার্থী  মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। বিজেপি সিপিএম কংগ্রেস থেকে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরেই বিনা প্রতিদ্বন্দীতায় ছয় জন তৃণমূল প্রার্থী জয়ী হন।  বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইসলামপুর পুরসভার ৮ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীও জয়ী হয়েছেন। শুধু তাই নয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ, সাঁইথিয়া-সহ দিনহাটা পপরসভার ১৬ আসনের মধ্য়ে ইতিমধ্যে ৭ আসনই দখল করে নিয়েছে তৃণমূল।
 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ