'পৌর নির্বাচনের আগে সন্ত্রাস করতে বহিরাগতদের ঢোকাচ্ছে কংগ্রেস', নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের। যদিও শাসকদলের এই অভিযোগ কার্যত ওড়িয়ে দিয়েছে কংগ্রেস, তোপ দেগেছে বিজেপি।
'পৌর নির্বাচনের ( WB Municipal Elections 2022 )আগে সন্ত্রাস করতে বহিরাগতদের ঢোকাচ্ছে কংগ্রেস', নির্বাচন কমিশনের (WB Election Commission) কাছে অভিযোগ তৃণমূলের। যদিও শাসকদলের এই অভিযোগ কার্যত ওড়িয়ে কংগ্রেস (Congress) পাল্টা বলেছে, 'সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন কারা সন্ত্রাস সৃষ্টি করছে' । চুপ নেই বিজেপিও (BJP)।
'রাজ্য পুলিশ পরিচালনা করছে ভোট'
বনগাঁ পৌর নির্বাচন ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বনগাঁ ১ নম্বর, ৩ নম্বর এবং ১৭ নাম্বার ওয়ার্ডে সন্ত্রাস সৃষ্টি করতে কংগ্রেসের বহিরাগতদের আনছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস> তেমনি দাবি করেন ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল। তিনি অভিযোগ করেন,' বনগাঁ পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থীরা বহিরাগতদের নিয়ে এসে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে । এদের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি ।' এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে বনগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মলয় আঢ্য বলেন যে,' সমস্ত কর্মীরা আমাদের মিটিং মিছিলে যাচ্ছে তাদেরকে দিনে-রাতে হুমকি দেওয়া হচ্ছে । সন্ত্রাস প্রসঙ্গে বলেন এলাকার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন কারা সন্ত্রাস সৃষ্টি করছে। তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে বনগাঁ জেলা বিজেপি সভাপতি রাম পদ দাস বলেন, 'রাজ্য পুলিশ পরিচালনা করছে ভোট। বহিরাগতরা ঢুকলে নাকাবন্দি করে দিক, তাহলে বহিরাগতরা ঢুকতে পারবে না ।'
'বুঝতে পারলাম না এটা প্রচার মিছিল না বিজয় মিছিল'
অপরদিকে, বনগাঁতে ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ন ঘোষের সমর্থনে শেষ দিনের প্রচারে আইএনটিটিইউসি (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।শুক্রবারই পৌর নির্বাচনের প্রচারের শেষ দিন। শেষদিনের প্রচারে ঝড় তুলতে বনগাঁ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ ঘোষের সমর্থনে বর্ণাঢ্য মিছিল করে প্রচার করলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন ২০ নাম্বার ওয়ার্ড এলাকায় প্রার্থীকে সঙ্গে নিয়ে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে রাজ্য আই এনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন 'বনগাঁ পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের মমতা ব্যানার্জি নারায়ণ ঘোষকে প্রার্থী করেছে । আজকের মিছিলের উন্মাদনা ও টেম্পার দেখে বুঝতে পারলাম না এটা প্রচার মিছিল না বিজয় মিছিল । নারায়ন ঘোষ ২০ নাম্বার ওয়ার্ড থেকে জয়ী হচ্ছে আগামীতে।'