'ইউক্রেনে আটকে যাওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টায় মমতা', প্রচারের শেষদিনে বার্তা জ্যোতিপ্রিয়-র

ইউক্রেনে  আটকে পড়া ভারতীয়দের নিয়ে খুবই চিন্তায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।  পুরসভার ভোটের প্রচারের শেষ দিনে এসে জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক।

 

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আর প্রাণ হাতে নিয়ে সেই দেশে আটকে পড়েছে অসংখ্য ভারতীয়। আর এনিয়ে খুবই চিন্তায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। এমনটাই জানালেন রাজ্যের ১০৮ পুরসভার (WB Municipal Elections 2022) ভোটের প্রচারের শেষ দিনে এসে জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick ) ।

Latest Videos

'ভারত সরকারের সাহায্য নিয়ে হাবরা,অশোকনগর,গোবরডাঙ্গা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত পড়ুয়ারা ইউক্রেনে আটকে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে। তাই যত দ্রুত আনা যায় সেটাই চিন্তা করছে মমতা বন্দ্যোপাধ্যায়', হাবরা নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসে এমনটাই জানালেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হাবরা র্নির্বাচনের শেষ লগ্নে প্রচার সারলেন দলীয় প্রার্থীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে হাবড়ার বিধায়ক কথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য,  যাত্রীবাহী বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ায় সেখানে আটকে রয়েছেন  প্রায় ২০ হাজার ভারতীয়। তাঁদের মধ্যে বেশিরভাগই মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-ছাত্রী। উড়ান চলাচল বন্ধ করে দেওয়ার ফলে ভারতে ফিরতে পারছেন না তাঁরা। পড়ুয়াদের সেই তালিকায় রয়েছেন অসংখ্য বাঙালি।  তাঁদের ফেরাতে ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য সরকার।  ইতিমধ্য়েই হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন। 

আরও পড়ুন, 'ইউক্রেনে আটকে ভারতীয়রা, জেনেও নির্বাচনে ব্যস্ত প্রধানমন্ত্রী', বিস্ফোরক ফিরহাদ

প্রসঙ্গত, রাজ্যের বসিরহাট, সোনারপুর, রায়দিঘী, গোবরডাঙা-সহ একাধিক জায়গায় ছাত্রী-ছাত্রীরা ইউক্রেনে আটকে রয়েছেন। যারা মূলত ইউক্রেনের মেডিক্যালের ছাত্র-ছাত্রী। কার্যত ঘুম উড়েছে ছেলে-মেয়ের চিন্তায় পরিবারের। খবরের আশায় সকলেই মোবাইল আর সংবাদমাধ্যমের দিকে তাঁকিয়ে রয়েছে। দক্ষিন ২৪ পরগনার রায়দিঘীর খাঁড়ি গ্রাম পঞ্চায়েতের মন্ডল পাড়ার বাসিন্দা অর্ঘ্য মাঝিও ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে।  ইউক্রেন থেকে ফোনে অর্ঘ্য জানিয়েছে, চারিদিকে বোমাগুলির শব্দ শোনা যাচ্ছে।  অর্ঘ্য নিজেও যথেষ্ট আতঙ্কিত। বাড়ি ফিরতে চায় সে। তবে বিমান ভাড়ার বিপুল পরিমাণ অর্থ নেই তার কাছে। এমনকি ইউক্রেনে বিমান পরিষেবাও বন্ধ বলে জানিয়েছে সে। ফলেই দুশ্চিন্তায় দিন কাটছে অর্ঘ্য ও তার পরিবারের লোকজনের। তবে শুধু অর্ঘ্যই নয়, এমন একাধিক ঘটনা প্রকাশ্যে আসছে। 

আরও পড়ুন, কখন কী খবর আসবে, ঘুম উড়েছে ইউক্রেন আটকে যাওয়া বাংলার ৩ ডাক্তারি পড়ুরার পরিবারের

যদিও ইউক্রেনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইউক্রেনে (Ukraine) অবস্থিত ভারতীয়দের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, 'ইউক্রেনের বর্তমান অবস্থা একেবারেই অনিশ্চিত। আপনারা শান্তি বজায় রাখুন, যে যেখানে আছেন, নিরাপদ আশ্রয়ে থাকুন। বাড়ির বাইরে বের হবেন না। হোটেল ইত্যাদি কোনও আশ্রয় থাকলে, সেখানেই থাকুন।' ইউক্রেনে  বাঙালি আটকে যাওয়া ইস্যুতে কেন্দ্রের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে রাজ্য। ইতিমধ্যেই দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের তরফে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও পর্যন্ত বাঙালিদের আটকে থাকার ব্য়াপারে ক্রমাগত যোগযোগ রেখে চলেছে দিল্লির রেসিডেন্ট কমিশনার অফিস। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)