শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত, মঙ্গলবার থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ উত্তরপ্রদেশ থেকে আরও উত্তর-পূর্বে অগ্রসর হওয়ার দরুন আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা বাড়বে।

দুর্গাপুজোর জোরদার প্রস্তুতির মধ্যেই ব্যাঘাত ঘটাতে আসছে নিম্নচাপ। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার, ১৮ সেপ্টেম্বর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। তার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছা আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আপাতত সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান রয়েছে উত্তরপ্রদেশের মধ্যভাগে। এই নিম্নচাপটি কেন্দ্র থেকে পাটনা, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। রবিবার উত্তর-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। অর্থাৎ, আসন্ন মঙ্গলবারে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। আর এই নিম্নচাপটিও সৃষ্টি হতে পারে বাংলা ওড়িশা উপকূলে। এর জেরেই হতে পারে প্রবল বৃষ্টিপাত। 

Latest Videos

সম্ভাব্য নিম্নচাপের অভিমুখ সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, ‘আপাতত গতিবিধি অনুসারে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে সম্ভাব্য নিম্নচাপ। তবে নিম্নচাপ যত এগোবে, তত পশ্চিমবঙ্গ উপকূলে এর প্রভাব বাড়বে। ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। ফলে তাপমাত্রা বেশ কমবে।’

শনিবার দিনভরই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়া  মৌসুমি অক্ষরেখার প্রভাবেই দক্ষিণের জেলাগুলিতে এই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ উত্তরপ্রদেশ থেকে আরও উত্তর-পূর্বে অগ্রসর হওয়ার দরুন আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা বাড়বে। প্রথম ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির একাংশে ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

দুর্গাপুজোর আগে বাজার করার এটাই শেষ সপ্তাহ বাঙালির হাতে। এসময়ে এমন দুর্যোগের ভ্রুকুটি মাথায় নিয়ে বিপদে পড়েছেন সাধারণ জনতা, পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎ শিল্পীরাও। তবে, মহালয়ার পর রৌদ্রোজ্জ্বল শরতের আকাশ দেখা যায় কিনা, সে আশায় দিন গুনছে আম বাঙালি।  

আরও পড়ুন-
১৪ সেপ্টেম্বর বালুরঘাটে এক বিশেষ স্বাধীনতা দিবস, কেন সারা শহর জুড়ে উদযাপনে মেতে ওঠেন সমস্ত মানুষ?
একাদশ শ্রেণির পড়ুয়াকে ৪ জন মিলে গণধর্ষণ, অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা বীরভূমের কিশোরীর
যুবসমাজের কর্মসংস্থানের জন্য কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, খুব শীঘ্রই বাংলায় আসছেন রাহুল গান্ধী?

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury