বিদায় বেলায় শীতের ঝোড়ো ইনিংস, এক ধাক্কায় ৩ ডিগ্রি কমল তাপমাত্রা

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।

বিদায় বেলাতেও ঝোড়ো ইনিংস শীতের (Winter Weather)। ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা (Teperature) নামল সোজা ১৪ ডিগ্রিতে। এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতনে ফের শীতের আমেজ ফিরেছে শহরে (Kolkata)। তবে বেশিদিন আর শীতের আমেজ পাবেন না রাজ্যবাসী। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ফলে আগামী ১৬ তারিখ থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী (Temperature Increase) হবে বঙ্গে। কিন্তু, ভ্যালেন্টাইন মরশুমে শীতসুখ উপভোগ করতে পারবে রাজ্যবাসী।

কলকাতার আবহাওয়া
আজ আর বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) নেই রাজ্যের কোনও জেলাতেই। সকাল থেকেই আকাশ আংশিক পরিষ্কার রয়েছে। তবে গতকালের মতো আজ আর তেমন কুয়াশা (Fog) দেখতে পাওয়া যায়নি।  পাশাপাশি রবিবারও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। আগামী পাঁচদিন কলকাতায় শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কমবে তাপমাত্রাও। রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সারাদিনই পরিষ্কার থাকবে আকাশ। এই মুহূর্তে আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৪ শতাংশ।

Latest Videos

আরও পড়ুন- হাওড়া থেকেই ছুটবে বুলেট ট্রেন, কয়েক ঘণ্টায় কাশী ধাম - বিরাট পরিকল্পনা রেলের

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছিল। তবে এখন থেকে ধীরে ধীরে দিনের বেলায় শীতের আমেজ বিদায় নেবে। অবশ্য রাতের দিকে শীতের আমেজ কিছুদিন বজায় থাকবে বলে জানানো হয়েছে। গতকালও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। রাতের তাপমাত্রা আগামী তিনদিন নিম্নমুখীই থাকবে। আর আগামী পাঁচদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার মূলত বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পঙে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে সেখানে আবহাওয়ার উন্নতি হবে। 

আরও পড়ুন- রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী, উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা

চলতি মরশুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝার কোপে সেভাবে শীতের দেখা পাওয়া যায়নি। কয়েকদিন শীতের আমেজ পাওয়া গেলেও তারপরই আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দেখা মিলেছে বৃষ্টির। আবহবিদরা বলছেন, যেভাবে ক্রমেই ঘন ঘন বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া তাতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু। যার প্রভাব পড়ছে চাষে। অকাল বৃষ্টির জেরে পচে গিয়েছে বহু সবজি। আর তার প্রভাব পড়ছে বাজার দরের উপর। এরপর সবজির দাম আগুন হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই ৫ বছরের কমবয়েসীদের করোনা টিকা-কোথায় মিলবে,জানুন বিস্তারিত

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি