বুধবারও বিরামহীন বৃষ্টি বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় ভারী বর্ষণ হবে। আর নীচের দিকের তিনটি জেলা মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, কালিংপঙ এবং দার্জিলিংয়ে শুধু ভারী বৃষ্টি হবে।
বুধবারও বিরামহীন বৃষ্টি বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় ভারী বর্ষণ হবে। আর নীচের দিকের তিনটি জেলা মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, কালিংপঙ এবং দার্জিলিংয়ে শুধু ভারী বৃষ্টি হবে।
তবে শুধু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিই হবে না, ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। গরম বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাড়বে আদ্রতা জনক অস্বস্তিও। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগণা জেলায় চলবে বৃষ্টি।দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। উল্লেখ্য, অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি। তার প্রভাব এখনও কাটেনি। তবে রাজ্যে অশনির পর যে দাবদাহ নিয়ে ভয় ছিল পশ্চিমবঙ্গবাসীর, তা হাওয়া অফিসের এই খবরে অনেকটাই মুক্তি মিলবে।
আরও পড়ুন, 'বিহারে বন্দুক তৈরি, ঝাড়খন্ডে বর্ডার', প্রশাসনিক বৈঠকে নাকা চেকিংয়ের কড়া নির্দেশ মমতার
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্য়েই ঢুকে গিয়েছে বর্ষা। বিবৃতি জারি করে জানিয়েছে মৌসম ভবন। বিবৃতিতে বলা হয়েছে, আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছে, আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে।দ্বীপপুঞ্জে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া এখন বর্ষার অগ্রগতির পক্ষে অনুকূল রয়েছে। এরপকম পরিস্থিতি থাকলে বর্ষা আরও ২-৩ দিনে খানিকটা অগ্রসর হবে।
আরও পড়ুন, 'আনিসের বাড়িতে আইন মেনে তল্লাশি চালায়নি পুলিশ', হাইকোর্টে 'শাস্তির' দাবি জানালেন এজি
উল্লেখ্য কেরলে বর্ষা ঢুকছে চলতি মাসের ২৭ তারিখ। স্বাভাবিক নিয়েমে বর্ষা আসের চার দিন আগে এন্ট্রি হতে চলেছে। এমনটা আগেই জানিয়েছিল মৌসম ভবন। পূর্বাভাস মিলে গিয়েছে। ২০০৯ সালের পর এত আগে এমনটা ঘটেনি বলা যায়।ভারী বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। বিহার থেকে অসম পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এছাড়া আরও একটি অক্ষরেখা উত্তর-দক্ষিণ এবং উত্তর-পশ্চিম ভারতে রয়েছে। সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন, কয়লাকাণ্ডে অভিষেককে কলকাতায় জিজ্ঞেস করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের