আজ হবে বৃষ্টি কি দুই বঙ্গে, তাপপ্রবাহ নিয়ে সতর্ক করল হাওয়া অফিস

Published : Apr 05, 2022, 06:15 AM IST
 আজ হবে বৃষ্টি  কি দুই বঙ্গে, তাপপ্রবাহ নিয়ে সতর্ক করল হাওয়া অফিস

সংক্ষিপ্ত

মঙ্গলবার আকাশের মুখ ভার ভোরের দিকে। বেলা বাড়লেই বাড়বে রোদের তেজ। ইতিমধ্য়েই দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশকিছু জেলায় এবং দেশের একাংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

মঙ্গলবার আকাশের মুখ ভার ভোরের দিকে। বেলা বাড়লেই বাড়বে রোদের তেজ। দেখতে দেখতে এপ্রিল মাসের এদিন চারে পা। মাঝের কয়েকটা দিন পাহাড়ে কম বেশি বৃষ্টির দেখা মিললেও সেভাবে দক্ষিণবঙ্গে দেখা মেলেনি। তার উপর ক্রমশ তাপমাত্রা-আদ্রতা বেড়েই চলেছে। ভোরের ঠান্ডা হাওয়াটাও নিয়েছে বিদায়। যদিও ইতিমধ্য়েই দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশকিছু জেলায় এবং দেশের একাংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়তেই অস্বস্থি বেড়েছে।  দক্ষিণবঙ্গে সন্ধ্যের পর হালকা হাওয়া দিয়েছে। তবুও আদ্রতা আর পারদ চড়ে বেশ অস্বস্থি লাগছে। পাখা চালিয়েও খুব একটা আরাম মিলছে না। এহেন পরিস্থিতিতেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  

 আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দিয়েছে। যা ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে।  বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের তিনটি জেলায়  দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।তবে গত দুই দিন ধরেই সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা বেশি ছিল কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নেই সেভাবে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। 

আরও পড়ুন, 'সম্মানের সঙ্গে বাঁচুন', বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন মমতা

তাপমাত্রা কী থাকবে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই।শুধুমাত্র পশ্চিমের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপু প্রবাহের সর্তকতা। তাপমাত্রা পৌঁছাবে চল্লিশের ঘরে। বৃষ্টি শুধুমাত্র বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা।  এখন কোনও নতুন  ওয়েদার সিস্টেম নেই। শুধুমাত্র বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর প্রভাব পড়বে সরাসরি উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশে পাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে ২৭ ডিগ্রি কাছাকাছি থাকবে।

অপরদিকে, হাওয়া অফিস সূত্রে খবর,  সব রাজ্যে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে । তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। শুষ্ক হাওয়ার কারণে উত্তর-পশ্চিম ভারতে তীব্র গরম আবহাওয়া দেখা দিয়েছে। এবং ১৩ থেকে ৭ এপ্রিলের মধ্যে দক্ষিণ হরিয়ানা, দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়, রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে। ৩ থেকে ৫ এপ্রিল মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট এবং ৩ থেকে ৪  এপ্রিল হিমাচল প্রদেশের উপরে  তাপপ্রবাহ চলবে।   ৩ এপ্রিল জম্মু বিভাগেও তাপপ্রবাহের ছাড় নেই। ৩-৪ এপ্রিল পশ্চিম রাজস্থানে বিচ্ছিন্ন তীব্র তাপপ্রবাহের অবস্থাও হতে পারে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ