আজ দুই বঙ্গেই ঝাপিয়ে বৃষ্টি, রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

মঙ্গলবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস  জানিয়েছে, রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার শহরে আকাশ পরিষ্কার। তবুও তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। তাই সাতসকালেই আদ্রতার-তাপমাত্রার জেরে বাড়ল অস্বস্তি। হাওয়া অফিস (Weather Office)  জানিয়েছে, রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না। যদিও মঙ্গলবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া আগের থেকে অনেকটাই শুষ্ক। এবং এই পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়ার্স।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিন উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিন পর থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গেও  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওযা অফিস সূত্রে খবর, ইস্টার্ন ইন্ডিয়াতে শুধু নর্থ ওয়েস্টারলি বাতাস প্রবেশ করছে। এই বাতাসগুলো খুবই শুষ্ক। তাঁর ফলে আগামী পাঁচ দিন শুষ্ক থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গে সিকিমে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে লোকাল ক্লাউড রয়েছে । তাই মেঘলা আকাশ থাকছে  তবে কাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতার ক্ষেত্রে ১ ডিগ্রি সামান্য তাপমাত্রা কমতে পারে। তবে রবিরার থেকে আবার আগের মতোই তাপমাত্রা থাকবে।

Latest Videos

আরও পড়ুন, ৪৫ টাকায় লুচি, মাংস, পোলাও খেতে গিয়ে খোয়াতে হল ৪৫ হাজার টাকা, সাবধান নববর্ষের আগে

হাওয়া অফিস আরও জানিয়েছে, এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম রয়েছে  সিকিম থেকে ছত্রিশগড়ের পর্যন্ত। এর সঙ্গে দক্ষিণ দিক থেকে আসা হাওয়া উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সমুদ্রের উপর থেকে যাওয়ার সময় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প যাচ্ছে। এর ফলে  উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ থাকবে। রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না। 

আরও পড়ুন, কলকাতায় প্রতিবছর ১ ফুট নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলস্তর, শিউরে ওঠা রিপোর্ট এল সমীক্ষায়

গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়তেই অস্বস্থি বেড়েছে।  দক্ষিণবঙ্গে সন্ধ্যের পর হালকা হাওয়া দিয়েছে। তবুও আদ্রতা আর পারদ চড়ে বেশ অস্বস্থি লাগছে। পাখা চালিয়েও খুব একটা শান্তি নেই। এহেন পরিস্থিতিতেই খুশির খবর দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য়, এবার বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলেও প্রচুর পরিমাণে জলীয়বাস্প প্রবেশ করে রাজ্যে।

আরও পড়ুন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর কলকাতা, চলুন কারণ জানতে ঘুরে দেখা যাক শহরের অলিগলি

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে,  কলকাতা তাপমাত্রা বেড়ে ৩৬ থেকে ৩৭ এর আশে পাশে থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বা ২ ডিগ্রি বেশি থাকবে।  কলকাতায় এখনও স্বাভাবিকের নিচে সর্বোচ্চ তাপমাত্রা।মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ।  সর্বনিম্ন ২২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।   

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury