Weather Report: সরস্বতী পুজোর আগেই বৃষ্টি, পাহাড়ে নামতে পারে ধস, বাড়বে রাতের তাপমাত্রা

Published : Feb 01, 2022, 09:03 AM IST
Weather Report: সরস্বতী পুজোর আগেই বৃষ্টি, পাহাড়ে নামতে পারে ধস, বাড়বে রাতের তাপমাত্রা

সংক্ষিপ্ত

মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে পাহাড়ে ফের ধস নামার সম্ভাবনা রয়েছে।  

মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, (Weather Office) সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ থেকে হালকা বৃষ্টি হবে এবং ৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গে। ওদিকেউত্তরবঙ্গের সব জায়গাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পাহাড়ে ফের ধস নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৮ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়ার্স।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ৪ তারিখ সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টি ।দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ২ তারিখ পর্যন্ত পরিবেশ শুষ্ক থাকবে। ৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে। ৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া , দুই বর্ধমান,  মুশিদাবাদ এবং বীরভূমে কয়েক জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার ৬ তারিখ থেকে বৃষ্টি কমে আসবে।অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। ৪ তারিখ উত্তরবঙ্গের সব জায়গাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫ তারিখ বৃষ্টির পরিমাণ কম হবে। ৬ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাতের তাপমাত্রা দুই তিন দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে । প্রথম দিন দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা। বৃষ্টিতে আবার চাষবাসের ক্ষতি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে এই বৃষ্টির জন্য ধস নামতে পারে। অপরদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ২৯ শে জানুয়ারি শনিবার।তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে,  আবহাওয়ার উন্নতি হওয়ার পূর্বাভাস। ধীরে ধীরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ হবে। কমবে রাতের তাপমাত্রা। তিন চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। 

আরও পড়ুন, দেউচা-পাচামিতে জমি ছাড়লেই সরকারি চাকরি, মমতার ঘোষণায় রাজি অনেকেই

  উল্লেখ্য,মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৬.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০ ডিগ্রি সেলসিয়ার্স।  অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।  সর্বনিম্ন ৪২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়ার্স।  অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৪শতাংশ।  সর্বনিম্ন ৪১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।যেখানে গত সপ্তাহে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ২৩.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়ার্স।স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮ শতাংশ।  সর্বনিম্ন ৪৩ শতাংশ ছিল বলে জানিয়েছিল হাওয়া অফিস।

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর