বৈশাখের তীব্র দাবদাহের মধ্য়েই এমন সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দফতর। তীব্র দাবদাহের মাঝেই মৃত্য়ু হয়েছে এক ছাত্রীর। রয়েছে জল সরবারহ নিয়ে নবান্নবার্তা এবং কৃষকদের জন্য় গুতরুত্বপূর্ণ খবর।
কাঠ ফাঁটা রোদে জিভ বেরিয়ে এসেছে সারা বাংলার। এমন কালবৈশাখীহীন চৈত্র-বৈশাখ সাম্প্রতিককালে দেখা যায়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধ-বৃহস্পতি দাবদাহের দাপটের সম্ভাবনা রয়েছে। তবে বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই ঝড়-বৃষ্টির জন্য় চাতকের মতো চেয়ে বসে রয়েছে পশ্চিমবঙ্গবাসী। বৈশাখের তীব্র দাবদাহের মধ্য়েই এমন সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দফতর। তীব্র তাপপ্রবাহের মাঝেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি হতে পারে। আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এর মধ্যেই মনখারাপ করে দেওয়া খবরও রয়েছে মহানগরেই। তীব্র দাবদাহের মাঝেই মৃত্য়ু হয়েছে এক ছাত্রীর। রয়েছে জল সরবারহ নিয়ে নবান্নবার্তা এবং কৃষকদের জন্য় গুতরুত্বপূর্ণ খবর।
কী বলছেন কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ?
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, 'আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে পরিস্থিতির বদল থেকে দিতে পারে। ২ মে থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে। কারণ গ্রীষ্মকালে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবেই ঝড়বৃষ্টি হয়। ' তবে দক্ষিণবঙ্গের মতো ভয়াবহ পরিস্থিতি নয় উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ৫ জেলায় সন্ধ্যা আটটার পর থেকে ভাল বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলও পড়েছে। কিন্তু এক তিমিরেই দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন, কলকাতা-দিল্লি-সহ সারা দেশে পেট্রোল দাম কী, জানুন কোথায় সেঞ্চুরি হাঁকাবার অপেক্ষায় ডিজেল
তীব্র দাবদাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্য়ু
তবে তীব্র দাবদাহের সঙ্গে বয়ে এসেছে খারাপ খবর। রবিবার কলকাতায় ১৮ বছরের এক তরুণীর মৃত্য়ু হয়েছে। অনিশা আফরিন মণ্ডল নামে তপসিয়ার ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মারা গিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রমজানের উপবাসে সকাল থেকে কিছু খাননি। রোদের মধ্যে রবিবার দুপুরে মায়ের সঙ্গে নিউমার্কেট যান কেনাকাটা করতে। সেখান থেকে বাড়ি ফিরে উপবাস ভেঙে খাওয়া সারেন। তার কিছুা পরেই অসুস্থ হয়ে পড়েন আনিশা।হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুর শংসাপত্রে চিকিৎসক মৃত্যু কারণ হিসেবে পেটের সমস্যা, বমি, ডিহাইড্রেশনের এর কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন, 'বাঁচার সম্ভাবনা কম, ওঁকে মেরে ফেলা হতে পারে,' অনুব্রতকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
জেলায় জেলায় পানীয় জল সরবারহ, কৃষি বার্তা
এহেন পরিস্থিতিতে তাপপ্রবাহ থেকে মানুষকে যথাসম্ভব রক্ষা করতে জেলা শাসকদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে নবান্নের তরফে। জেলায় জেলায় পানীয় জল সরবারহ অব্যহত রাখার জন্য এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে জনসাস্থ্য কারিগরি দফতর। কৃষি দফতরের পরামর্শে বোরো ধান ৭০ থেকে ৭৫ শতাংশ পাকলেই কেটে ফেলতে হবে। আম-লিচু বাগানে ফলের উপরেও ছেটাতে হবে জল। কৃষকরা যাতে বেলা ১০ টার পর মাঠে না থাকেন, সেটাও নিশ্চিত করে বলা হয়েছে।
কালবৈশাখীহীন চৈত্র-বৈশাখ, কারণ কী বিশ্ব উষ্ণায়ন ?
আগামী দুই দিন শুধু পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা রাজ্যের বাকি এলাকায় গরমের যে দাপট কমবে, এমন নয়। কারণ তাপপ্রবাহ আবহবিজ্ঞানের একটি পারিভাষিক শব্দ মাত্র। স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হলে তাপপ্রবাহ বলা হয়। তবে সামান্য হিসেবের হেরফেরে তাপপ্রবাহ না হলেও মানব শরীরে খুব একটা তারতম্য বোঝা যায় না। তবে এহেন কালবৈশাখীহীন চৈত্র-বৈশাখ সাম্প্রতিককালে দেখা যায়নি বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহবিদরা এর জন্য শুকনো আবহাওয়া, বাতাসে কম পরিমাণে আদ্রতাকে দায়ী করছেন। তবে এর পিছনে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুগত কারণও লুকিয়ে আছে কিনা , সে প্রশ্নও উঠেছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন,'এই ধরণের ঘটনা জলবায়ুগত কারণে হচ্ছে কিনা, তা একবছরের তথ্যের নিরিখে বলা যায় না। তবে এর সঙ্গে বিশ্ব উষ্ণায়নের যোগ থাকতেও পারে। সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য নানা গবেষণা চলছে।'