আজ ফের লাফিয়ে পারদ চড়ল শহরে, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতে

 বুধবার সকালে শহরের আকাশ পরিষ্কার, তবে সাতসকালেই লাফিয়ে পারদ চড়েছে। বাংলায় বৃষ্টির দেখা না মিললেও ভিজবে দক্ষিণ ভারত।

 বুধবার সকালে শহরের আকাশ পরিষ্কার। তবে সাতসকালেই লাফিয়ে পারদ চড়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, আগামী চার পাঁচ দিনে ফের তাপমাত্রা বাড়বে।কলকাতায় সকালে হালকা শীতের আমেজ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। আপাতত বৃষ্টি বিদায় নিয়েছে শহর থেকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়ার্স।

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে বাড়বে গরম। আগামী ৪ থেকে ৫ দিনে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শীতের আমেজ কমবে। বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় সকালে হালকা শীতের আমেজ থাকবে।  তবে শীত কমবে, গরম বাড়বে। বলা যায় গরমের পর্ব শুরু হয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দু-এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Latest Videos

আরও পড়ুন, ফুল দিয়ে সুগন্ধি ভেষজ আবির, তাক লাগাল উলুবেড়িয়ার বিশেষভাবে সক্ষম ছেলে-মেয়েরা

আগামী চার-পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দিনের বেলার গরম বাড়বে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে।   হাওয়া অফিস বলেছে, উত্তরবঙ্গের উপরের অংশ এবং সিকিমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি পূবালী অক্ষরেখা আরব সাগর পর্যন্ত বিস্তৃত। সিকিম থেকে পূর্ব মধ্য আরবসাগর পর্যন্ত এই অক্ষরেখার বিস্তার। অক্ষরেখাটি বিহার ঝাড়খন্ড- ছত্রিশগড় এবং মধ্য মহারাষ্ট্রের ওপর দিয়ে আরব সাগরে পৌঁছেছে। আরও তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড়, পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর। 

আরও পড়ুন, দোলের আগেই বসন্ত উৎসব পালন বাংলায়, সামিল স্কুল পড়ুয়া থেকে মহিলারাও

 হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে  আগামী ৪ থেকে ৫ দিনে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে।অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ।  সর্বনিম্ন ২৩ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ৩৩.৭ ডিগ্রি সেলসিয়ার্স।  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়ার্স। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ।  সর্বনিম্ন ৩০ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। 

অপরদিকে, বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।  অরুণাচল প্রদেশ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। দেশের বাকি অংশে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। গরম বাড়বে আগামী কয়েকদিন। ৪০ ডিগ্রি তাপমাত্রা পৌঁছেছে গুজরাট রিজিওনে। গুজরাট, পশ্চিম রাজস্থান, কঙ্কন, কেরালা- সহ বেশকিছু রাজ্যে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তর বেশকিছু রাজ্যে তাপ-প্রবাহের পরিস্থিতির সর্তকতা দিয়েছে।

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |