"ছেলে ঢুকিয়ে মারার" হুমকি দিয়ে বিপাকে ভারতী, দিল্লিতে রিপোর্ট পাঠাল রাজ্য নির্বাচন কমিশন

  • ঘাটালের কেশপুরে হুমকি দিয়েছিলেন ভারতী
  • তৃণমূল কর্মীদের কুকুরের মতো মারার হুমকি দেন বিজেপি প্রার্থী
  • দিল্লিতে রিপোর্ট পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
  • ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনে কড়া পদক্ষেপ

"উত্তর প্রদেশ থেকে এক হাজার লোক এনে কুকুরের মতো খুঁজে খুঁজে মারবI" তৃণমূল কর্মীদের এমনই হুমকি দিয়ে বিপাকে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষI ভারতীর মন্তব্যের কথা উল্লেখ করে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবI 

গত শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে কয়েকজন তৃণমূল কর্মীকে হুমকি দিতে শোনা যায় ভারতীকেI সেখানে ভারতী বলেন, "ভোটের পরেও এক বছর ধরে খুঁজে খুঁজে মারবI টেনে টেনে বাড়ি থেকে বের করে আনব, উত্তর প্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকাব, কিছু করতে পারবি নাI খুঁজে পাওয়া যাবে না তোদেরকেI" এখানেই না থেমে ভারতী বলেন, "ভয় দেখাচ্ছে ভোট করতে দেবে না বলছে, টেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারবI''

Latest Videos

ভারতীর এ হেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠেI তার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেসI কয়েক বছর আগে করা তাপস পালের একই ধরনের বিতর্কিত মন্তব্যের সঙ্গে ভারতীর হুমকির তুলনা শুরু হয়I  এত কিছুর পরেও অবশ্য ভারতীর পাশেই দাঁড়ায় তাঁর দল বিজেপিI ভারতীর নিজের যুক্তি ছিল, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ভয় দেখানোর কারণেই পাল্টা ওই মন্তব্য করেছিলেন তিনিI

ভারতীর এই মন্তব্য অবশ্য ভাল চোখে দেখছে না রাজ্য নির্বাচন কমিশনI ভারতীর বিতর্কিত মন্তব্যের ভিডিও ফুটেজ-সহ ঘঠনার রিপোর্টি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকI ভারতীর মন্তব্য দেখে যদি নির্বাচন কমিশন মনে করে যে তিনি বিধিভঙ্গ করেছেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশনI জবাব তলব করা হতে পারে ভারতীর থেকেওI 

বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শাসক দল এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন এই আইপিএস অফিসারI প্রার্থী হওয়ার পরে প্রচারে গিয়ে প্রকাশ্যেই পলিশ কর্মীদের শাসিয়েছেন ভারতীI অভিযোগ তুলেছেন, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছেI ঘাটালে এবার দেব-ভারতীর জমজমাট লড়াই. বিজেপি-র প্রার্থীর উত্তপ্ত বাক্যবানে সেই উত্তেজনা আরও বেড়েছেI
 

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী