ফের ভোগান্তি যাত্রীদের, উৎসবের মরশুমে বাতিল আরও ১০টি ট্রেন, ঘোষণা রেলের পক্ষ থেকে

Published : Oct 09, 2025, 07:37 AM IST

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ফের ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। কোলাঘাট স্টেশনে নন-ইন্টারলকিং-র কাজের জন্য ৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে উৎসবের মরশুমে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে চলেছে।

PREV
15

ফের ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। বতিল হতে চলেছে একগুচ্ছ ট্রেন। এমনই খবর রেল সূত্রে। উৎসবের মরশুমে বাতিল হতে চলেছে প্রায় ১০টি ট্রেন। খড়গপুর ডিভিশন থেকে বাতিল হতে চলেছে এই ট্রেনগুলো।

25

কোলাঘাট স্টেশনের ইয়ার্ডের আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং-র কাজের জন্য এমনিতেই ২ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে হাওড়া- খড়গপুর লাইনে ১১৯টি লোকাল ট্রেন ও ৬ টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

35

৮ অক্টোবর বুধবার খড়গপুর ডিভিশন সূত্রে জানানো হয়েছে, ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।

45

চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭, ৬৮১২৮)

খড়গপুর-ঝাড়গ্রাম- পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪)

খড়গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮)

খড়গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬)

55

এদিকে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ট্রেন লেটের কারণে ব্যাপক ভোগান্তি হচ্ছে যাত্রীদের। প্রতিদিনই সমস্যা হচ্ছে। লোকাল ট্রেন ৩-৪ ঘন্টা লেট চলছে। এরই মাঝে আবার এল ট্রেন বাতিলের খবর। এবার আরও ১০টি ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল রেল।

Read more Photos on
click me!

Recommended Stories