পুজোয় ঠাকুর দেখার নাম করে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত তিন যুবক

Published : Oct 04, 2025, 10:33 AM IST
rape survivor

সংক্ষিপ্ত

বহরমপুরের সাটুইয়ে পুজোয় ঠাকুর দেখার নাম করে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। তার এক পরিচিত যুবক তাকে একটি ইট ভাটায় নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায় বলে জানা গিয়েছে। পুলিশ এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে।

পুজোয় ঠাকুর দেখার নাম করে গণধর্ষণ। অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। এমন ঘটনা ঘটেছে বহরমপুরের সাটুইয়ে। সেখানে পুজোয় ঠাকুর দেখার নাম করে ১৪ বছরের কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার এক পরিচিত। কিন্তু পুজো মণ্ডপে না গিয়ে স্থানীয় এক উট ভাটায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে। এমন অভিযোগ উঠেছে বহরমপুরের সাটুইয়ের তিন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ওই ঘটনাটি ঘটে। বুুধবার রাতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাদের জেলর একটি বিশেষ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। জেলা পুলিসের এক আধিকারিক জানান, ওই তিনজনের বিরুদ্ধে বুধবার আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তারপরে তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। চলছে ঘটনারতদন্ত।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১৪ বছরের ওই কিশোরীকে ঠাকুর দেখতে যাওয়ার জন্য ডাকে এক যুবক। যুবকটি তার পূর্ব পরিচিত ছিল। যুবকের বাইকেল করে ঠাকুর দেখতে যায় সে। অভিযোগ, পুজো মণ্ডপে না গিয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি জনমানবহীন ইট ভাটায় নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে। এই কাজে দুজন তাকে সহযোগিতা করে বলে অভিযোগ। কিশোরী বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায়। পরের দিন কিশোরী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই নাবালিকার বুধবার জেলার একটি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে চলছে ঘটনার তদন্ত।

এই ঘটনা চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র। পুজোয় ঠাকুর দেখার নাম করে গণধর্ষণ করা হয় এক ১৪ বছরের কিশোরীকে। তারই পরিচিত এক যুবক এই কাজ করেছে বলে খবর। আপাতত অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য