মা দুর্গার গা থেকে গয়না চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শ্রীঘরে ২ সিভিক ভলেন্টিয়ার

Published : Oct 03, 2025, 09:34 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Malda Crime News: মা দুর্গার গা থেকে গয়না চুরি করার অভিযোগ উঠল দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল এলাকায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Malda Crime News: মা দুর্গার সোনার অলঙ্কার চুরি। গ্রেফতার দুই সিভিক ভলেন্টিয়ার সহ তিন। সিভিক ভলেন্টিয়ারদের পোশাক পরা অবস্থায় এই কীর্তির পর্দা ফাঁস সিসিটিভি ফুটেজে। মালদহের গাজোলের একলাখি গান্ধিমোর সার্বজনীন পুজোর ঘটনা। হঠাৎ নজরে পড়ে মা দুর্গার পরনের কিছু গয়না নেই।

 মায়ের মূর্তির সামনে একটি ছোটো পুঁটুলিও গায়েব, যেখানে আরও কিছু গয়না ছিল।পরে সিসিটিভি খতিয়ে দেখতেই দেখা যায় সঞ্জয় মন্ডল, গৌড় মন্ডল নামে দুই গাজোল থানার দায়িত্বরত সিভিক ভলেন্টিয়ার এবং অধির মন্ডল নামে স্থানীয় ব্যক্তি গয়না চুরি করছে। গাজোল থানায় অভিযোগ দায়ের হতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কী অভিযোগ পুজো উদ্যোক্তাদের:- 

পুজো উদ্যোক্তাদের অভিযোগ স্থানীয় ১ ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত দুই সিভিক কর্মী মায়ের মন্দির থেকে সোনার গয়না চুরি করে। মহানবমীর সকালে পুজো শুরু হতেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। পুজো উদ্যোক্তারা জানান, সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার মায়ের মূর্তি থেকে সরিয়ে নেয় সোনার গয়নাগুলি। ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সিভিক কর্মী সহ স্থানীয় ওই ব্যক্তিকে নিয়ে যায় বলেই দাবি করেন পূজা উদ্যোক্তারা। যদিও এখনও পর্যন্ত খোয়া যাওয়া সোনার গয়না গুলি উদ্ধার হয়নি বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। শুধু তাই নয়, পুরো ঘটনা নিয়ে প্রশাসনিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগে হুগলি জেলার শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর রাজেশ মণ্ডলকে চাকরিতে ক্লোজ করা হল। পুলিশের উর্দি পরা অবস্থায় মদ্যপান করে বেসামাল হয়েছিলেন ওই পুলিশ অফিসার। দশমীর রাতে তাকে ডিউটি করার সময় পা টলমল করছে বলে দেখা গিয়েছিল। শ্রীরামপুরের বটতলা এলাকায় ওই অবস্থায় তিনি যখন ডিউটি করছিলেন সেই সময় তার সহকর্মীরা বিষয়টি লক্ষ্য করেন। স্থানীয় মানুষজন এই ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে জড়ো হন এবং তাকে মারধর করার চেষ্টা করেন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের অন্যান্য সহকর্মীরা তাকে অন্যত্র সরিয়ে দেয়। কিন্তু তার সেই ছবি সর্বত্র সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমেও এই বিষয়টি সামনে আসে।

এরপর এই শুক্রবার একাদশীর দিন সকালে চন্দননগর পুলিশ কমিশনারেট ওই পুলিশ অফিসারকে ক্লোজ করে। একই সঙ্গে তাকে ঐ ট্রাফিক গার্ড থেকে সরিয়ে দেওয়া হয়। ডিউটিরত অবস্থায় কেন সেই ধরনের ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ, ছাব্বিশের ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়