এবার ডিসম্বরে টানা ১৫ দিন ছুটি পাবেন এই রাজ্য সরকারি কর্মীরা। বছরের শেষে ডারুণ উপহার দিল নবান্ন।
27
কিন্তু কেন পাচ্ছেন এই ছুটি? দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে একটানা বহুদিনের ছুটি পেয়েছেন। এর মধ্যেই আবার ছুটির ঘোষণা?
37
আসলে এই ছুটি সকলের জন্য নয়। কিছু বিশেষ সরকারি কর্মীদের জন্যই এই ছুটি বরাদ্দ করা হয়েছে।
47
জরুরি পরিষেবার কর্মরত কর্মীদের জন্যই এই বিশেষ ছুটি বরাদ্দ করেছে রাজ্য সরকার।
57
যেহেতু পুজোর সময় ছুটি মেলেনা জরুরি পরিষেবার কর্মীদের তাই একসঙ্গে একটা টানা ছুটি দেওয়া হয় তাদের।
67
তবে টানা ১০ দিন নয় এবার আরও ৫ দিন বেশি ছুটি দেওয়া হল রাজ্য সরকারি কর্মীদের।
77
এবার টানা ১৫ দিনের ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এই ছুটি পাবেন অন্য বিভাগে কর্মরত সরকারি কর্মীরা- পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী এবং পৌরসভার কর্মীরা বলে জানা গিয়েছে।