DA পেতে এবার বিরাট পদক্ষেপ, কি করতে চলেছেন সরকারি কর্মীরা? চাপে মমতা বন্দ্যোপাধ্যায়!

Published : Dec 02, 2024, 11:04 AM IST

বহুদিন থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বহু কাঠখড় পুড়িয়েও এখনও হয়নি সুরাহা। এবার বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। বেশ চাপে মমতা।

PREV
110

বছর শেষে এবার আরও জোরদার প্রতিবাদ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের।

210

সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে এবার আরও একধাপ এগিয়ে জোরালো আন্দোলনে নামতে চলেছেন তাঁরা।

310

সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর হবে কর্মসূচি।

410

এই তিন দিনই নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ করা হবে। জানা গিয়েছে যতদিন না দাবিপূরণ হচ্ছে প্রতি বছর তিনদিন সেই কর্মসূচি চলবে।

510

ডিসেম্বরেই শেষ নয়, ২০২৫ সালের ২৭ জানুয়ারি বেলা ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে রাজ্য সরকারি কর্মচারীরা ‘হকের’ ডিএ-র দাবিতে জমায়েত করবেন। সেখান থেকে শহিদ মিনারে মিছিল করে যাবেন।

610

সেখানে হবে মহাসমাবেশ। কিন্তু তাতেও কাজ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতেও আর ভাবা হবেন না বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।

710

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা জানাচ্ছেন গতবারের থেকে যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ-র ফারাক চওড়া হয়েছে। শূন্যপদ বেড়েছে। গতবারের থেকে রাজ্য সরকারের ভিতও নড়ে গিয়েছে।

810

প্রসঙ্গত, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা।

910

চলতি বছর চার শতাংশ করে দু’বার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৪ শতাংশে। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।

1010

এদিকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

click me!

Recommended Stories