২০২১ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার।
যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়ে ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য।
এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে মাসে ১২০০ টাকা করে দেওয়া হয়।
এমনিতে মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা।
কিন্তু এবার জটিলতা তৈরি হয়েছে। ডিসেম্বর মাসের ১ তারিখ কেটে গেলেও কারোর অ্যাকাউন্টে ঢোকেনি টাকা।
আচমকা কেন এই সিদ্ধান্ত! তাহলে কি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প!
প্রশ্ন উঠছে, মাসের শুরুতে টাকা না ঢুকলে কবে তা হাতে পাবেন উপভোক্তারা।
তাহলে কি নয়া তারিখ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ডেট?
এই বিষয়ে পাওয়া গিয়েছে নয়া আপডেট।
জানা গিয়েছে ডিসেম্বরের ১ তারিখ রবিবার পড়েছে। তাই সেদিন কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তবে ২রা ডিসেম্বর অর্থাৎ সোমবার সবাই টাকা পেয়ে যাবেন।