Weather News: মাত্র ১৫ মিনিটের কালবৈশাখীতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, জলপাইগুড়িতে মৃত ৪

প্রশাসন সূত্রের খবর রবিবার বিকেলে আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে কালবৈশাখী। জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি আর ময়নাগুড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

মাত্র ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় লন্ডভন্ড হয়ে গেল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ার-সহ একাধিক এলাকা ঝড়ের কবলে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। আহতে হয়েছে শতাধিক। তবে দুর্যোগ কবলিত মানুষদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।

প্রশাসন সূত্রের খবর রবিবার বিকেলে আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে কালবৈশাখী। জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি আর ময়নাগুড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে চারজনের মৃত্যু হয়েছে তার মধ্যে দুই জন জলপাইগুড়ির বাসিন্দা। ঝড়ের কারণে উপড়ে গেছে একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। একাধিক গ্রামে গাছ পড়ে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

Latest Videos

Jalpaiguri: জলপাইগুড়ির ঝড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, হাওয়া অফিসের অনুমান টর্নেডো

প্রাকৃতিক এই দুর্যোগের কারণে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতেও নির্দেশ দিয়েছেন। আগামিকাল, সোমবার জলপাইগুড়ি যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আহতদের দেখতে হাসপাতালেও যেতে পারেন।

নাটকের দৃশ্যে সীতার পবিত্রতা নষ্ট! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল- কমিউনিস্টদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ABVP

অন্যদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Horoscope: এই চার রাশি থেকে সাবধান! এদের মত স্বার্থপর আর কেউ হয় না

অন্যদিকে, রবিবার বিকেল সাড়ে চারটে মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লক ও কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা। উপড়ে যায় বহু বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পাতলাখাওয়া, চকোয়াখেতি, ঘরঘরিয়া, চিলাপাতা ও তোপসিখাতা এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে এক হাজার কাঁচা ও পাকা বাড়ি। শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে অগুনতি বাড়ির টিনের চাল। উপড়ে গিয়েছে প্রচুর গাছ। বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ায় অন্ধকারে ডুবে আছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সিংহভাগ এলাকা।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari