মোবাইল ফোনে কুপ্রস্তাব তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে, দলের কর্মীর বিরুদ্ধে থানায় গেলেন মহিলা

দলের কর্মীর বিরুদ্ধে থানায় গেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। মোবাইল ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ।

 

প্রায় সন্দেশখালির ঘটনা ঘটল হুগলির কোন্নগরে। তবে সেখানে গোটা ঘটনাই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যে আবর্ত রয়েছে। স্থানীয় তৃণমূল নেত্রীকে রাতের অন্ধকারেই কুপ্রস্তাব দেওয়া হয়েছে। তাও আবার মোবাইল ফোনেই। দলের কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে মহিলা দ্বারস্থ হয়েছে পুলিশের। উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের হয়েছে। মহিলা একটা সময় কোন্নগর পুরসভার প্রাক্তন কাউন্সিরলও।

পুলিশ সূত্রের খবর অভিযুক্ত তৃণমূল কর্মী বিশ্বজিৎ মণ্ডল। স্থানীয়রা তাঁকে বুচু নামেই চেনে। কোন্নগর পুরসভার পরিবহন দফতরের অস্থায়ী কর্মী। যে মহিলা অভিযোগ করেছেন সেই তৃণমূল কর্মীও চাকরি করেন কোন্নগর পুরসভার একই বিভাগে। মহিলার অভিযোগ,একই অফিসে কাজের সুবাদে তাদের মধ্যে পরিচয় ছিল। ফোন নম্বর দেওয়া নেওয়া হয়েছিল। কিন্তু বিশ্বজিৎ প্রায়ই তাঁকে রাতের বেলায় ফোন করত। কিন্তু ইদানিং প্রায়ই কাজের বাইরে রাতের বেলায় তাঁকে ফোন করল বিশ্বজিৎ।

Latest Videos

SSC case: এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত মমতা-অভিষেকের, বিজেপির নিশানায় তৃণমূল

মহিলার অভিযোগ বিশ্বজিৎ তাঁকে নানাভাবে উত্যক্ত করত। বারণ করা সত্ত্বেও মহিলাকে ফোন করত। হোয়াটসঅ্যাপে অশালীন টেক্সট করত। রাতের বেলায় মহিলাকে বিশ্বজিৎ হোয়াটসঅ্যাপে কু-প্রস্তাব দিয়েছেন। তাতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। হোয়াটসঅ্য়াপ মেসেজের স্ক্রিনশট তুলে রেখেছিলেন মহিলা। সেটি তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন।

ভোটের মধ্যেই বড় ধাক্কা বিজেপি শিবিরে,৩ বিধায়ক কংগ্রেসে যাওয়ায় হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা হারাল সরকার

মহিলা জানিয়েছেন, তিনি গোটা বিষয়টা পুরসভার চেয়ারম্যান স্বপন দাসকেও জানিয়েছেন। তারপর অভিযুক্তকে দুই মাসের জন্য কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত ১ মে তাকে কাজে বহাল করা হয় কাজে। তারপর থেকেই বিশ্বজিৎ স্বমূর্তি ধারন করেন । মহিলাকে আরও বেশি উত্যক্ত করে। কিন্তু চেয়ারম্যানের ঘনিষ্ট হওয়ার কারণে বিশ্বজিতের এই বাড়বাড়ন্ত। 

Crime News: মসজিদে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে খুনের হুমকি, কাঠগড়ায় মসজিদেরই ইমাম

তবে শেষপর্যন্ত মহিলা পুলিশের দ্বারস্থ হয়। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের ককেছেন মঙ্গলবার। নির্যাতিতা মহিলা আরও জানিয়েছেন, বছর দুয়েক আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তারপর থেকে ছেলেকে নিয়েই তিনি থাকেন। সম্প্রতি কোন্নগর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু বিশ্বজিৎ একা মহিলাকে পেয়ে মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন বলেও দাবি তাঁর আত্মীয়দের।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik