হুগলির বিস্ফোরণে সন্তানহারা মায়েদের কথা শোনার "সময় নেই" রচনার! দেখুন ভাইরাল ভিডিও

Published : May 08, 2024, 09:01 AM ISTUpdated : May 08, 2024, 09:15 AM IST
Rachana Banerjee

সংক্ষিপ্ত

হুগলির বিস্ফোরণে সন্তানহারা মায়েদের কথা শোনার "সময় নেই" রচনার! দেখুন ভাইরাল ভিডিও

"এত সময় আমার নেই, আমি পারব না।" হুগলি লোকসভায় বোমা বিস্ফরণ নিয়ে এই ধরনেরই মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার রচনার এই মন্তব্যকে তুলে ধরে একটি ট্যুইট করে বঙ্গ বিজেপি।

রচনার এই মন্তব্যের ভিডিও শেয়ার করে বঙ্গ বিজেপি ক্যাপশনে লেখে, "বোমা বিস্ফোরণে সন্তানহারা মায়ের পাশে দাঁড়ানো দূর, কথা শোনারও সময় নেই তৃণমূল নেত্রীর!

মানবিকতা ভুলে ভোট প্রচারে ব্যস্ত নেত্রীকে জবাব দেবে এবার স্বজনহারা মায়েরা।"

প্রসঙ্গত হুগলিতে এবার তারকার লড়াই একদিকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

তবে হুগলি লোকসভাতে দাঁড়ানোর পর থেকেই রচনার একের পর এক মন্তব্য ঘিরো জোর বিতর্ক শুরু হয়ে যায় নেট মাধ্যমে। তৈরি হয় একের পর এক মিম। তার হাসি নিয়েও কটাক্ষ করেন নেটিজেনরা।

এবার বিস্ফোরণের পরে রচনার এই ধরনের মন্তব্য শুনে রেগে আগুন হয়েছেন নেটিজেনরা।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি