BJP State President: ব্রেকিং নিউজ! বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন? চূড়ান্ত হয়ে গেল নাম

ব্রেকিং নিউজ। চূড়ান্ত হয়ে গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির নাম। বিজেপির (BJP) পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট।শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সুকান্তর উত্তরসূরির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে।

Parna Sengupta | Published : Mar 25, 2025 5:38 PM
117

বছরখানেকের অপেক্ষা। তারপরেই বাংলায় বাজবে ভোটের দামামা।

217

এই আবহে বিজেপির (BJP) পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট।

317

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সম্ভাব্য উত্তরসূরির নাম নিয়ে বিগত কয়েক মাস ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে।

417

এখন শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সুকান্তর উত্তরসূরির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে।

517

গত লোকসভা ভোটের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

617

এরপর বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাঁকে সরে দাঁড়াতেই হতো। জানা যাচ্ছে, সাংগঠনিক নির্বাচনের দ্বারাই সেই কাজ চলছিল।

717

ইতিমধ্যেই মণ্ডল ও অধিকাংশ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর।

817

সম্প্রতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সকল সাংসদ উপস্থিত হয়েছিলেন।

917

সেখানে তাঁদের বৈঠক ও নৈশাহারের আয়োজন করা হয়। সেদিন সুকান্তর হাতে ফুলের তোড়া তুলে দিতে দেখা যায় শুভেন্দুকে।

1017

এক সাংসদ জানিয়েছেন, ওই বৈঠকেই বিজেপির (BJP) বর্তমান রাজ্য সভাপতিকে কার্যত বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে।

1117

এখানেই শেষ নয়! জানা যাচ্ছে, ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির (State President) নামও চূড়ান্ত হয়ে গিয়েছে।

1217

সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুকান্তর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এক সাংসদ।

1317

সম্প্রতি জেলা সভাপতিদের নাম ঘোষণার পর প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দল। এমতাবস্থায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করলে আগুনে ঘি পড়তে পারে। সেই কারণে কিছুদিন পর নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

1417

উল্লেখ্য, সর্বসম্মতিক্রমে রাজ্য সভাপতি বাছাই করার জন্য একাধিকবার দিল্লি তলব করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে।

1517

জানা যাচ্ছে, বিজেপির নতুন রাজ্য সভাপতিকে পাকাপাকি দায়িত্ব দেওয়া হবে নাকি কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হবে সেটা এখনও বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট নয়।

1617

কেন্দ্রীয় নেতৃত্বের ওপর সবটা নির্ভর করছে। এক সাংসদ দাবি করেছেন, এখনও অবধি এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে কিছু জানানো হয়নি।

1717

এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপির (BJP) রাজ্য সভাপতি পরিবর্তন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সুকান্ত মজুমদারের পর কার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় আপাতত সেটাই দেখার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos