এরপর বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাঁকে সরে দাঁড়াতেই হতো। জানা যাচ্ছে, সাংগঠনিক নির্বাচনের দ্বারাই সেই কাজ চলছিল।
717
ইতিমধ্যেই মণ্ডল ও অধিকাংশ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর।
817
সম্প্রতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সকল সাংসদ উপস্থিত হয়েছিলেন।
917
সেখানে তাঁদের বৈঠক ও নৈশাহারের আয়োজন করা হয়। সেদিন সুকান্তর হাতে ফুলের তোড়া তুলে দিতে দেখা যায় শুভেন্দুকে।
1017
এক সাংসদ জানিয়েছেন, ওই বৈঠকেই বিজেপির (BJP) বর্তমান রাজ্য সভাপতিকে কার্যত বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে।
1117
এখানেই শেষ নয়! জানা যাচ্ছে, ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির (State President) নামও চূড়ান্ত হয়ে গিয়েছে।
1217
সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুকান্তর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এক সাংসদ।
1317
সম্প্রতি জেলা সভাপতিদের নাম ঘোষণার পর প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দল। এমতাবস্থায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করলে আগুনে ঘি পড়তে পারে। সেই কারণে কিছুদিন পর নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
1417
উল্লেখ্য, সর্বসম্মতিক্রমে রাজ্য সভাপতি বাছাই করার জন্য একাধিকবার দিল্লি তলব করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে।
1517
জানা যাচ্ছে, বিজেপির নতুন রাজ্য সভাপতিকে পাকাপাকি দায়িত্ব দেওয়া হবে নাকি কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হবে সেটা এখনও বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট নয়।
1617
কেন্দ্রীয় নেতৃত্বের ওপর সবটা নির্ভর করছে। এক সাংসদ দাবি করেছেন, এখনও অবধি এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে কিছু জানানো হয়নি।
1717
এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপির (BJP) রাজ্য সভাপতি পরিবর্তন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সুকান্ত মজুমদারের পর কার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় আপাতত সেটাই দেখার।