ঘুম চোখেই কি চালক বাস চালাচ্ছিলেন? ৬২ জন যাত্রীবোঝাই কুম্ভফেরত বাস হুগলিতে উল্টে আহত ২৪

Published : Mar 02, 2025, 05:11 PM IST
ROAD ACCIDENT UP

সংক্ষিপ্ত

বাসটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। দাদপুরের সোমসারার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিক অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে কুম্ভ মেলা ফেরত পুণ্যার্থীরা ছিলেন। 

হুগলির দাদপুর থানার সোমসারা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটি কুম্ভ মেলা ফেরত পুণ্যার্থীদের নিয়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটার দিকে যাচ্ছিল। সূত্রের খবর, বাসটিতে মোট ৬২ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, বাসটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। দাদপুরের সোমসারার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। প্রাথমিক অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে কুম্ভ মেলা ফেরত পুণ্যার্থীরা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। সূত্রের খবর, আহতদের প্রথমে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিছু আহত যাত্রীকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং ডিএসপি প্রিয়ব্রত বক্সী ঘটনাস্থলে যান। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনাটি জাতীয় সড়কে যাত্রী নিরাপত্তার বিষয়ে আবারও উদ্বেগ বাড়িয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, বাসচালকে ঘুমে চোখ জুড়িয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে পুণ্যার্থীরা কুম্ভে গিয়েছিল ওই বাসটিতে করে । শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যায়, আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এর আগেও প্রয়াগরাজে যাওয়া এবং আসার পথে বাংলার বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দিন কয়েক আগে ধানবাদের কাছে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কয়েক জন বাসিন্দার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ