"বিজেপির জন্যই চাকরিহারা হতে হয়েছে ২৬ হাজার ছেলেমেয়েকে" পাল্টা তোপ মমতার!

“বিজেপির জন্যই চাকরিহারা হতে হয়েছে ২৬ হাজার ছেলেমেয়েকে।”

Anulekha Kar | Published : Apr 24, 2024 2:54 AM IST

সোমবার হাই কোর্টের রায়ের পরই প্রতিবাদে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের জোড়া সভা থেকেই বিজেপির উপরে অভিযোগ করে তিনি বলেন, অভিযোগ "বিজেপির জন্যই চাকরিহারা হতে হয়েছে ২৬ হাজার ছেলেমেয়েকে। ভুল তো যে কোনও কেউ করে দিতে পারে।যদি বলতেন, এখানে অসুবিধা রয়েছে, এটা তোমার ভুল হয়েছে, তোমরা সংশোধন করো, আমরা করে দিতাম। সেটা না করে একতরফা রায়ে সব বাতিল করে দিল।”

যদিও ওই ভুলটা তাঁর নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সবটা কি আমি করি? আমি করি না। শিক্ষা দপ্তর আলাদা। এসএসসি আলাদা। প্রাথমিক বোর্ড, মাধ্যমিক বোর্ড, কলেজ কমিশন আলাদা রয়েছে। এগুলি তারা দেখে।” মমতার স্পষ্ট অভিযোগ, চাকরি বাতিল হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপিই। তিনি বলছেন, “বিজেপির একটা কথায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি গিয়েছে। বলছে কি না ৮ বছরের মাইনে সুদ-সহ ফেরত দাও।” স্কুলে হঠাৎ শিক্ষকের অভাব তৈরি হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “স্কুলে শিক্ষক কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে। সেখানে বিজেপির লোকেরা পড়াবে, না আরএসএস পড়াবে?”

 

Share this article
click me!