Published : Jul 04, 2025, 09:37 AM ISTUpdated : Jul 04, 2025, 10:18 AM IST
জুলাই মাসে ফের টানা ছুটি পড়তে চলেছে রাজ্যের স্কুল কলেজগুলিতে! কিন্তু গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুলেছে প্রায় ১ মাস হয়ে গেল। তার ওপর আবার কাল থেকে টানা ৩ দিনের ছুটি পাবে সবাই? দেখে নিন
পশ্চিমবঙ্গে গরমের ছুটি শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। কিন্তু তারপরেও যে গরম পুরোপুরি কমে গিয়েছে, এমনটা কিন্তু একেবারেই নয়।
210
বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বেশ কিছু জেলায় এখনো পর্যন্ত ভ্যাপসা গরমে নাজেহাল মানুষজন।
310
কিন্তু বিদ্যালয় গুলি খুলে যাওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের এই গরমের মধ্যেও বিদ্যালয়ে উপস্থিত থাকতে হচ্ছে। কিন্তু এর মধ্যেই জুলাই মাসে আবারো টানা ছুটি ঘোষণা রাজ্য সরকারের।
কিসের ছুটি? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হবে? সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হলো আজকের প্রতিবেদনের মাধ্যমে।
510
শনিবার বিভিন্ন স্কুল ছুটি থাকে। তার পরের দিন রবিবার। রাজ্যে সব প্রতিষ্ঠানই বন্ধ। তার ওপর যদি সোমবার মহরম পালন করা হয়, তাহলে তো সোনায় সোহাগা।
610
মহরমের দিনে সমস্ত স্কুল, ব্যাঙ্ক, ডাকঘর, সরকারি অফিস এবং কিছু বেসরকারি অফিস বন্ধ থাকবে। ভারতের বেশিরভাগ অংশে এই ছুটি প্রযোজ্য।
710
মহরম ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে একটি এবং ভারতে এটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়। ছুটির চূড়ান্ত তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে, যা দিয়ে ইসলামি মাসের শুরু। যদি প্রত্যাশিত তারিখে চাঁদ দেখা না যায়, তাহলে পরের দিন মহরম পালিত হতে পারে।
810
ইসলামিক নববর্ষের সূচনাকারী এই পার্বণ মহরম ভারতে চাঁদ দেখার উপর নির্ভর করে ৬ অথবা ৭ জুলাই, ২০২৫ তারিখে পালিত হতে পারে।
910
বর্তমানে আনুষ্ঠানিক তারিখ ৬ জুলাই, তবে চাঁদ দেখা না গেলে সেটি ৭ জুলাই পর্যন্ত পালিত হতে পারে। এই দিনটিতে, সারা দেশে স্কুল, ব্যাঙ্ক, সরকারি অফিস এবং শেয়ার বাজার বন্ধ থাকবে।
1010
৭ জুলাই ২০২৫ কি সরকারি ছুটি? এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। স্কুল, কলেজ, ব্যাঙ্ক, বাজার ও স্টক এক্সচেঞ্জ খোলা থাকবে কিনা, তা আগেভাগে জেনে নেওয়া জরুরি ৷