মামলা এখনও বিচারাধীন। এরই মাঝে কয়েক লক্ষ ভুয়ো ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। একসঙ্গে ৩৫টি সম্প্রদায়-কে বহিষ্কার করা হল ওবিসি-র তালিকা থেকে। অর্থাৎ এই সকল সম্প্রদায়ের প্রার্থীরা এবার থেকে আর বাড়তি সুযোগ সুবিধা পাবেন না।
জেনে নিন বাদ পড়ল কোন কোন সম্প্রদায়ের মানুষজন। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে বাদ পড়েছে ৩৫টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। যার মধ্যে বেশরভাগই মুসলমান সম্প্রদায় ভুক্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য- চুড়িহার, কালওয়ার, নিকারি (মুসলিম), মহালদার (মুসলিম), ঢুকরে (মুসলিম), বাসনি (মুসলিম), আবদাল (মুসলিম), কন (মুসলিম), তুতিয়া (মুসলিম), গায়েন (মুসলিম), বেলদার (মুসলিম), খোট্টা (মুসলিম), মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর এছাড়াও আরও ২০টি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল বাত বিতণ্ডা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, এটি কেন্দ্রের পরিকল্পিত পদক্ষেপ। যার মাধ্যমে সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণীর মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এর কতটা প্রভাব পড়বে তা নিয়ে চলছে আলোচনা।
তবে, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে সিদ্ধান্ত নিল হাইকোর্ট তা নিয়ে আবারও মামলা হবে সে বিষয় নিশ্চিত অনেকেই।
এদিকে নয়া নির্দেশ অনুসারে, ২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গে জারি করা ওবিসি সার্টিফিকেটের ওপর ভিত্তি করে কাউকে নিয়োগ করা যাবে না- এণন নির্দেশ দিয়েছিল আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। কিন্তু, হাইকোর্টের রায়কে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তারপরও ওই ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে রাজ্য নিয়োগপ্রক্রিয়া চালানোর অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে।
আপাতত চলছে সেই মামলা। এরই মাঝে ৩৫টি সম্প্রদায়-কে বহিষ্কার করা হল ওবিসি-র তালিকা থেকে। নির্দেশ অনুসারে, এই সকল সম্প্রদায়ের প্রার্থীরা এবার থেকে আর কোনও রকম বাড়তি সুযোগ সুবিধা পাবেন না। এই নিয়ে ফের চলছে জলঘোলা।