AC Local Train: শিয়ালদহ ডিভিশনে দুটি ১২ কোচের পূর্ণাঙ্গ এসি ট্রেন! কবে থেকে চলবে জানেন?

Published : Mar 12, 2025, 06:54 PM IST
AC Local Train

সংক্ষিপ্ত

এবার বাংলাতে (West Bengal) লোকাল ট্রেনও এসি (AC Local Train)। যাত্রীস্বার্থে বিরাট সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)।

এবার বাংলাতে লোকাল ট্রেনও এসি (AC Local Train)। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) দুটি নতুন এসি লোকাল রেক পেতে চলেছে। মুম্বই এবং চেন্নাইয়ের পর শিয়ালদহ লাইনে প্রথম এসি ট্রেন চলবে। জানা গেছে, চলতি মাসেই সেই দুটি রেক এসে পৌঁছে যেতে পারে। তারপর প্রয়োজনীয় ট্রায়াল রান এবং সার্ভের পর ট্রেন দুটি চালানো হবে। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে (AC Local Train in West Bengal)।

মাত্র কয়েকবছর আগে শিয়ালদহ ডিভিশনে এসি রেক চালানো নিয়ে বিস্তর কথাবার্তা শুরু করে শিয়ালদহ ডিভিশন। প্রাথমিকভাবে মহিলা স্পেশ্যালের কয়েকটি কামরা প্রথম শ্রেণির করা হয়। কিন্তু ভাড়া রাখা হয় কয়েকগুণ বেশি। কিন্তু সেই পরিষেবাকে খুব একটা ভালোভাবে নেয়নি যাত্রীরা (Train Passengers)।

তারপর এই এসি ট্রেন নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি শিয়ালদহ ডিভিশনের কর্তারা। কিন্তু এবার পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনে প্রথম এসি রেক চলতে শুরু করবে বলে জানা যাচ্ছে (AC Local Train in Sealdah)।

কিন্তু এবার কোমর বেঁধে নেমেছেন রেল কর্তারা। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে অবশেষে প্রথম ধাপে দুটি ১২ কোচের সম্পূর্ণ এসি রেক আসতে চলেছে এই ডিভিশনে। নতুন ট্রেন দুটি সবোর্চ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে এবং চলবে ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক ইঞ্জিনে। অন্যদিকে, ট্রেনের কোচগুলি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে এবং প্রতিটি কামরা একে অপরের সঙ্গে জুড়ে থাকবে। আর এই ট্রেনগুলির দরজা মেট্রোর মতোই অটোমেটিক খুলবে এবং বন্ধ হবে।

আর সেটি নিয়ন্ত্রণ করবেন ট্রেনের চালক এবং ট্রেন ম্যানেজার তথা গার্ড। এদিকে মোট আসনসংখ্যা থাকছে মোট ১১০০।সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যাত্রী নিরাপত্তার স্বার্থে পুরো ট্রেনটিকেই সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে রাখা হবে।

তাছাড়াও ট্রেনটির গন্তব্য এবং পরবর্তী স্টেশন যাত্রীদের জানানোর জন্য থাকবে এলসিডি স্ক্রিন। বলা যেতে পারে, যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য বাড়াতে প্রায় সবরকমেরই ব্যবস্থা নিচ্ছেন রেল কর্তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?