মার্চ মাসে ৪ দিনের টানা ছুটি! খুশির হাওয়া রাজ্যে, কোন কোন দিন মিলবে বিশেষ হলিডে? জানলে চমকে যাবেন

Published : Mar 07, 2025, 11:00 AM IST

মার্চ মাসে ৪ দিনের টানা ছুটি! খুশির হাওয়া রাজ্যে, কোন কোন দিন মিলবে বিশেষ হলিডে? জানলে চমকে যাবেন

PREV
18

মার্চে মিলল একসঙ্গে টানা ৪ দিনের ছুটি! দারুণ খুশির আমেজ রাজ্য সরকারি কর্মীদের মধ্য়ে। একসঙ্গে পাওয়া যাবে বেশ কয়েকদিনের ছুটি।

28

ফেব্রুয়ারি মাসে কোনও সরকারি ছুটি পাওয়া যায়নি। মার্চের প্রথম সপ্তাহতেই নেই তেমন কোনও হলিডে। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে মিলতে পারে ৪ দিনের ছুটি।

48

১৪ তারিখ পড়েছে শুক্রবার। ১৫ তারিখ হোলির দিন শনিবার অর্থাৎ এমনিতেই সরকারি কর্মীদের ছুটির দিন।

58

১৬ তারিখ রবিবার। একসঙ্গে মিলছে শুক্র, শনি ও রবিবারের ছুটি। এ ছাড়াও মিলতে পারে আরও একটা বাড়তি ছুটি।

68

১৩ তারিখ বৃহস্পতিবার একটি ক্যাজুয়াল লিভ নিয়ে নিলে টানা ছুটি পাওয়া যাবে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত।

78

অর্থাৎ ১৩, ১৪,১৫,১৬ তারিখ পর্যন্ত টানা ছুটি উপভোগ করতে পারবেন। একটানা ৪ দিনের ছুটি মিলে যাবে সহজেই। 

88

এই ছোট্ট ছুটির সময়ে ঘুরে আসতে পারেন আশেপাশে। পরিবার নিয়ে সময় কাটাতে পারেন কাছেপিঠে কোথাও গিয়ে।

click me!

Recommended Stories