৬ বছর পরে আজ তাহেরপুরে নরেন্দ্র মোদী, গডকরিকে নিয়ে ৩২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

Published : Dec 20, 2025, 09:10 AM IST

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসছেন। সঙ্গে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরি। নদিয়ার তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

PREV
15
আজ মোদীর বঙ্গ সফর

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসছেন। সঙ্গে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরি। নদিয়ার তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

25
মোদীর সভা তাৎপর্যপূর্ণ

বঙ্গে SIR চলছে। নদিয়া উত্তর ২৪ পরগনা মূলত মতুয়া প্রাভাবিত এলাকা। অনেকেরই নাম বাদ যাচ্ছে। এই পরিস্থিতিতে বঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়াদের কী বার্তা দেন তাই এখন দেখার। কারণ রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কারণে রীতিমত অনিশ্চয়তা বাড়ছে রাজ্যের মতুয়াদের মধ্যে। তাই মোদীর বার্তায় অপেক্ষায় রয়েছে নদিয়ার তাহেরপুর।

35
মোদীর সফরের স্থান

তাহেরপুরে নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রীর প্রধান মন্ত্রীর কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখান থেকে মাত্র ১ কিলোমিটার দূরে তৈরি হয়েছে হেলিপ্যাড। পুলিশ সূত্রের খবর নিজস্ব বিমানে মোদী কলকাতা বিমানবন্দরে নামবেন। তারপর হেলিকপ্টারে করে চলে যাবেন নদিয়া।

45
মোদীর সফরসূচি
  • কলকাতায় নামবেন সকাল ১০টায়
  • হেলিকপ্টারে রওনা সকাল ১০টা ৩৫ মিনিটে
  • তাহেরপুর নামবেন বেলা ১১টা ৫ মিনিটে
  • সভাস্থলে পৌঁছাবেন বেলা ১১টা ১৫ মিনিটে
55
বাকি কর্মসূচি

নদিয়া সভা থেকে মোদী ৩২০০ কোটি টাকা জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মোদী প্রশাসনিক সভাস্থলে থাকবেন মাত্র আধঘণ্টা ১১টা ১৫- ১১টা ৪৫ মিনিট পর্যন্ত । রাজনৈতিক মঞ্চে মোদী থাকবেন বেলা ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। এই মঞ্চ থেকে মোদী কী বলেন সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী।

Read more Photos on
click me!

Recommended Stories