বঙ্গে SIR চলছে। নদিয়া উত্তর ২৪ পরগনা মূলত মতুয়া প্রাভাবিত এলাকা। অনেকেরই নাম বাদ যাচ্ছে। এই পরিস্থিতিতে বঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়াদের কী বার্তা দেন তাই এখন দেখার। কারণ রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কারণে রীতিমত অনিশ্চয়তা বাড়ছে রাজ্যের মতুয়াদের মধ্যে। তাই মোদীর বার্তায় অপেক্ষায় রয়েছে নদিয়ার তাহেরপুর।