- Home
- World News
- Bangladesh News
- ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে তো? হিংসা দেখে মাথায় হাত বাংলাদেশের নির্বাচন কমিশনের
ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে তো? হিংসা দেখে মাথায় হাত বাংলাদেশের নির্বাচন কমিশনের
ওসমান হাদির মৃত্যুর পর থেকেই গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে অরাজকতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন প্রান্ত বিক্ষিপ্ত অশান্তি চলছেই। এই অবস্থায় বাংলাদেশের নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন।

উত্তপ্ত বাংলাদেশ
উত্তপ্ত বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে অরাজকতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন প্রান্ত বিক্ষিপ্ত অশান্তি চলছেই। এই অবস্থায় বাংলাদেশের নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন।
বাংলাদেশে নির্বাচন
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। হাতে ২ মাসেরও কম সময় রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা যাবে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নির্বাচন কমিশনের আশঙ্কা
এই পরিস্থিতি সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বাংলাদেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত রিটার্নিং অফিসার ও সরকারী রিটার্নিং অফিসারদের দফতরে নিরাপত্তা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের বাকি আধিকারিকদেরও নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে কমিশন।
প্রার্থীদের আশঙ্কা
বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রের খবর ইতিমধ্যেই নির্বাচনে অংশগ্রহণ করতে চলা দুই প্রার্থী তাদের নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়েছেন কমিশনকে। সম্ভাব্য দুই প্রার্থীর নিজেদের আশঙ্কার কথাও জানিয়েছেন।
ওসমান হাদির মৃত্যু
ওসমান হাদির মৃত্যুর পর রীতিমত অগ্নিগর্ভ বাংলাদেশের পরিবেশ। সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর ও হামলা চালায় দাঙ্গাবাজরা। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাঙচুর হওয়া বাড়িতে নতুন করে ভাঙচুর হয়। মোটের ওপর বাংলাদেশে বাড়ছে ভারতী বিরোধিতা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

