পুজোর মুখেই দারুণ খবর! রাজ্যের সরকারি কর্মীদের ৬০০০ টাকা বোনাসের ঘোষণা! নবান্নে জারি নয়া বিজ্ঞপ্তি

পুজোর শুরুতেই দারুণ খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ইতিমধ্যেই পুজোর আনন্দে বিভোর বাঙালি। এই আবহে এবার জারি করা হল নয়া বিজ্ঞপ্তি! সেখানে এককালীন ৬০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Parna Sengupta | Published : Oct 10, 2024 4:37 PM
115

পুজোর আনন্দে মাতোয়ারা সবাই। পুজোর চারটে দিন কীভাবে কাটানো হবে ইতিমধ্যেই সেই প্ল্যানও কমপ্লিট!

215

দুর্গাপুজোর সময় আবার লম্বা ছুটি পান রাজ্য সরকারি (Government of West Bengal) কর্মীরা।

315

এই আবহে এবার জারি করা হল নয়া বিজ্ঞপ্তি! সেখানে এককালীন ৬০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

415

পুজোর আবহেই অনুদানের ঘোষণা সরকারের (Government of West Bengal)! পুজোর আনন্দকে দ্বিগুণ করে প্রত্যেকবারের মতো এবারও সরকারি পরিবহণ বিভাগের কর্মীদের অনুদান নিয়ে বড় সুখবর দিয়েছে রাজ্য।

515

পুজোর সময় সরকারি পরিবহণ কর্মীরা (State Government Employees) এককালীন ৬০০০ টাকা করে অনুদান পাবেন বলে জানানো হয়েছে।

615

গত শনিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর দেওয়া হয়েছে।

715

পুজোর আবহে সরকারের তরফ থেকে অনুদান সংক্রান্ত এই সুখবর দেওয়ায় বহু সরকারি কর্মীর (Transport Department Employees) মুখেই হাসি ফুটেছে।

815

এই অনুদানের টাকা কারা কারা পাবেন ইতিমধ্যেই সেই খবরও প্রকাশ্যে এসেছে।

915

বোনাসের অধীন থাকা রাজ্য পরিবহণ দফতরের বাস ড্রাইভার, কন্ডাক্টর, জলসাথী কিংবা দফতরের কর্মীরা এই অনুদানের টাকা পাবেন।

1015

উল্লেখ্য, গত শনিবার সকালেই পরিবহণ দফতরের তরফ থেকে কর্মীদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তা নিয়ে আবার বোনাস (Bonus) সংক্রান্ত একটি বিভ্রান্তির সৃষ্টি হয়।

1115

এই আবহে রাতে ফের একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই ৬০০০ টাকা করে এককালীন অনুদান দেওয়ার কথা জানানো হয়।

1215

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছিল, সোমবারই এই বোনাসের টাকা দেওয়া হবে।

1315

পুজোর আবহেই কড়কড়ে ৬০০০ টাকা বোনাস পেয়ে মুখে হাসি ফুটেছে বহু সরকারি কর্মীর (Government Employees)। সরকারের এই সিদ্ধান্তের ফলে তাঁদের পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

1415

এদিকে আবার বোনাস সংক্রান্ত বিভ্রান্তি তৈরি হওয়ার পর নয়া সরকারি (Government of West Bengal) বিজ্ঞপ্তি প্রকাশের পর এই নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের শাসকদলের নেতা কুণাল ঘোষ।

1515

সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘সূত্রের খবর, সরকারি পরিবহণ বিভাগের কর্মীদের পুজোর এককালীন অনুদান ৬০০০ টাকা। কোনও বিভ্রান্তির অবকাশ নেই’।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos